এবার পুরীর জগন্নাথ মন্দিরে ঢুকতে গেলে মানতে হবে বিশেষ নিয়ম! এই পোশাক পরলেই ‘গেট আউট’

নিউজশর্ট ডেস্কঃ ভারতের অন্যতম বিখ্যাত মন্দির হলো পুরীর জগন্নাথ দেবের মন্দির(Puri Jagannath Temple)। প্রত্যেক বছর এখানে লক্ষ লক্ষ পূর্ণার্থীদের সমাগম হয়। পুরীর জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে চান সকলে। জগন্নাথ দেবকে নিয়ে মানুষের মধ্যে একটা আলাদাই আবেগ এবং শ্রদ্ধা রয়েছে। তাইতো বহু মানুষই রয়েছেন যারা বছরে বারবার জগন্নাথ দেবের টানে পুরীতে ঘুরতে চলে যান।

তবে সকল পূর্ণার্থীদের নিরাপত্তা থেকে অন্যান্য ক্ষেত্রে যাতে কোন রকমের অসুবিধার সম্মুখীন হতে না হয়, তাই প্রশাসন এবং মন্দির কমিটি বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করে। এবার এই পদক্ষেপের মধ্যে নতুন একটি পদক্ষেপ জারি হতে চলেছে। পুরীর মন্দিরে প্রবেশের জন্য রয়েছে পোশাক বিধি। পুরীতে যাওয়ার আগে মন্দিরের পোশাক বিধি সম্পর্কে না জানলে জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে না।

আগামী বছরের ১ লা জানুয়ারি থেকে এই নতুন নিয়ম জারি করা হচ্ছে। নতুন নিয়ম জারি হওয়ার পর শালিন এবং শোভনীয় নয় এমন পোশাক পরে জগন্নাথ মন্দিরে কোনভাবেই প্রবেশ করতে পারবেন না পুণ্যার্থীরা। তাহলে কি ধরনের পোশাক পরে পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করা যাবে সেই নিয়ম সম্পর্কে জেনে নেওয়া যাক।

জগন্নাথ দেব মন্দির অথরিটির মুখ্য প্রশাসক রঞ্জন কুমার দাস জানিয়েছেন যে এই নতুন নিয়ম জারি হওয়ার পর থেকে জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশের সময় পূর্ণার্থীদের অবশ্যই ট্রাডিশনাল পোশাক পরতে  হবে। অর্থাৎ শর্টস, ছেঁড়াফাটা জিন্স বাস স্কার্ট ইত্যাদি ছোটখাটো পোশাক পরে মন্দিরে প্রবেশ করা যাবে না। তিনি এটাও জানিয়েছেন যে শুধু জগন্নাথ দেবের মন্দিরে নয় গোটা দেশের বিভিন্ন মন্দিরে এই ধরনের পোশাক বিধি চালু করা হচ্ছে।

জগন্নাথ দেবের সেবায়েতদের তরফ থেকে জানানো হয়েছে যে প্রত্যেকদিন দূর-দূরান্ত থেকে বহু মানুষ জগন্নাথ দেবের মন্দিরে আসেন জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। কিন্তু তাদের মধ্যে প্রচুর মানুষই আছে যারা পোশাকের ক্ষেত্রে শালীনতা বজায় রাখেন না। আর তাই পোশাক বিধি চালু হওয়া অত্যন্ত জরুরি। এর আগে ২০২১ সালের ২০ অক্টোবর থেকে পুরীর সেবায়েতদের বলা হয়েছিল, পুজোর সময় তাদেরকে ধুতি, পাট্টা, তোয়ালে ইত্যাদি পরতে হবে।

Avatar

Papiya Paul

X