হাওয়ায় ভেসে বেড়াতে পারে করোনা ভাইরাস, দাবি মার্কিন গবেষণা পত্রে

করোনা ভাইরাস নিয়ে পরীক্ষার অন্ত নেই। এই নয়া ভাইরাস এখনও রহস্যে মোড়া। এর চরিত্রগর বৈশিষ্ট্য নিয়েও রয়েছে একাধিক মতবাদ। সম্প্রতি এক মার্কিন গবেষণা পত্রে একদল বিজ্ঞানী দাবি করেছেন, বাতাসে কয়েক ঘণ্টা অবধি ভেসে থাকতে পারে করোনাভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকেও দাবি করে বলা হয়েছে, করোনা ‘এয়ারবোর্ন’।

Avatar

Koushik Dutta

X