টলিউড,বিনোদন,ধারাবাহিক,টেলিভিশন,হরগৌরীর পাইস হোটেল,স্টার জলসা,প্রোমো ভিডিও,Tollywood,Entertainment,Mega Serial,Telivision,Haragourir Paise Hotel,Star Jalsa,Promo Video

TRP তালিকায় জোর রেষারেষি, ফের দর্শক টানতে নতুন ধারাবাহিক আনছে স্টার জলসা, রইল সিরিয়ালের প্রথম প্রোমো

চলতি বছরে একটার পর একটা নতুন ধারাবাহিক নিয়ে হাজির হচ্ছে স্টার জলসা। পুরোনো ধারাবাহিকের রেশ কাটতে না কাটতেই নতুন একটা গল্পের ডালি মেলে ধরছে দর্রশকদের সামনে। ‘গাঁটছড়া’ দিয়ে শুরু হয়েছিলো বছরটা, তারপর অনুরাগের ছোঁয়া, গোধূলি আলাপ, গুড্ডি, এবং হালফিলে সাহেবের চিঠি আর নবাব নন্দিনী।

আপনি যদি ভাবছেন এখানেই তালিকা শেষ তাহলে খুবই ভুল করবেন। ‘মাধবীলতা’ শুরু হতে না হতেই আরো এক নতুন ধারাবাহিকের প্রোমো নিয়ে হাজির হয়েছে চ্যানেলটি। গত পরশুই ধারাবাহিকের নাম জানিয়েছিলো চ্যানেল কর্তৃপক্ষ। আর আজকের মধ্যেই চলে এলো প্রোমো।

প্রসঙ্গত, ধারাবাহিকের নাম “হরগৌরী পাইস হোটেল”, নামের মধ্যেই বেশ একটা নতুনত্বের ঝিলিক আছে না? নায়ক শঙ্করের ভূমিকায় থাকছেন রাহুল মজুমদার অর্থাৎ খুকুমণি হোম ডেলিভারির বিহান পাগলা আর এদিকে নায়িকার ভূমিকায় দেখা যাবে নবাগতা অভিনেত্রী শুভাস্মিতা যার স্ক্রিন নাম বৈশালি।

টলিউড,বিনোদন,ধারাবাহিক,টেলিভিশন,হরগৌরীর পাইস হোটেল,স্টার জলসা,প্রোমো ভিডিও,Tollywood,Entertainment,Mega Serial,Telivision,Haragourir Paise Hotel,Star Jalsa,Promo Video

তবে প্রোমোটার দিকে এক ঝলক নজর দিলে মনে হবে কোথাও যেন ‘তোমায় আমায় মিলে’ ধারাবাহিকের মিল রয়েছে। প্রোমোতে দেখে যা বোঝা যাচ্ছে, এখানে নায়িকা অর্থাৎ বৈশালি এক হাসিখুশি মেয়ে, যার খুব শীঘ্রই বিয়ে হতে চলেছে। তার ধারণা বাড়ি পালটালে তো জীবন পালটে যায়না। এদিকে সেই শ্বশুর বাড়ি আবার একটু পুরনো ধাঁচের। এখানে বাড়ির বৌদের শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে থাকা আবশ্যক।

এদিকে ‘হরগৌরি পাইস হোটেল’ হলো শঙ্করের পৃথিবী। বাজারদর আর হই হট্টোগোল এখানের রোজনামচা। তবে বৈশালিকে এরমধ্যে একটু অন্যরকম ভাবেই দেখানো হয়েছে। লেখাপড়া জানা বৈশালি বিয়ের পর কুর্তি পরেই সকলের সামনে চলে আসে। সেই দেখে কথা শোনায় বাড়ির অপর এক বৌ, ‘তা মা এই বাড়ির থেকে শাড়ি ঘোমটার রেওয়াজটা একেবারে তুলেই দিলেন নাকি? আমরা তো এমন রাত পোশাক পরে সবার সামনে আসতে পারতাম না!’

খোটা শুনে চোখে জল আসে বৈশালির তখন তার মন ভালো করতে হাতে বানানো পিৎজা নিয়ে হাজির হয় নায়ক শঙ্কর। এখন ঠিক কী কারণে এই দুটি ভিন্ন চরিত্রের মানুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হলো সেটাই রহস্য। প্রোমো দেখে যতটুকু বোঝা গেছে এটি একটি ফ্যামিলি ড্রামা হতে চলেছে। তবে ‘তোমায় আমায় মিলে’ ধারাবাহিকের সাথে মিল আছে মনে হলেও এটি সম্পূর্ণ ভিন্ন একটি গল্প আনতে চলেছে বলেই জানিয়েছে সিরিয়ালের নায়ক।

Avatar

Moumita

X