পাহাড়ের এই গ্রামে আছে আপেল বাগান, জানলা খুললেই শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা আর মেঘ, ঘুরে আসুন এই অফবিট লোকেশনে

নিউজশর্ট ডেস্কঃ একঘেয়ে জীবনযাত্রা থেকে সাময়িক শান্তির খোঁজে ঘুরতে(Tour) যেতে পছন্দ করেন মানুষজন। অফিসের যানজট এড়িয়ে নিরিবিলি নির্জনে কিছুটা সময় উপভোগ করতে চান সকলে। যদিও এখন বাড়ির আশেপাশে পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় সব সময় বেশি থাকে। তাই দিঘা-পুরী কিংবা দার্জিলিং এড়িয়ে একেবারে মনোরম নিরিবিলি পরিবেশে সময় কাটানোর খোঁজ নিয়ে চলে এসেছি আমরা।

আজকের আমাদের এই ডেস্টিনেশন কালিম্পং-এ(Kalimpong) রয়েছে। এই ছোট অজানা গ্রামটির নাম ফিকালেগাও। এই গ্রাম থেকে আপনি কাঞ্চনজঙ্ঘার এক মনোরম দৃশ্য খুব সুন্দর ভাবে উপলব্ধি করতে পারবেন। উত্তরবঙ্গের এই একমাত্র জায়গাতেই রয়েছে আপেল বাগান। আপনি এখান থেকে খুব সহজেই মুন্সুং, তিস্তা, বার্মেক, সাংসের, গ্যাংটক বা সিল্ক রুট চলে যেতে পারেন। কাঞ্চনজঙ্ঘার অনাবিল আনন্দ উপলব্ধি করার জন্য এই জায়গা একেবারেই পারফেক্ট।

এখানে কয়েকটি পরিবার মিলে এই ছোট্ট গ্রামটি তৈরি হয়েছে। এখানকার বাসিন্দারা পাহাড়ের ধাপ কেটে চাষ করেন। এই চাষ করেই তারা তাদের জীবিকা নির্বাহ করেন। এখানে পর্যটকদের ভিড় নেই বললেই চলে। তাই শহরের কোলাহল এড়িয়ে যারা নিরিবিলিতে সময় কাটাতে চান। সেই সমস্ত পর্যটকেরা এই জায়গায় ঘুরে আসতে পারেন। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই মনোরম যে আপনি একবার গেলে বারবার যেতে মন চাইবে। এখানে এখনো পর্যন্ত সবকিছুই যেন প্রাকৃতিক উপায়ে চলছে। কোন রকমের বাহ্যিক সৌন্দর্য এখনো শুরু হয়নি।

কিভাবে যাবেন?

নিউ জলপাইগুড়ি কিংবা শিলিগুড়ি থেকে এই জায়গার দূরত্ব প্রায় ৭৮ কিলোমিটার মতো। নিউ জলপাইগুড়ি রেলস্টেশন থেকে ছোট গাড়ি রিজার্ভ কিংবা শেয়ার করে এখানে যেতে পারেন। সরকারি বাসে যেতে চাইলে মাথাপিছু ভাড়া রয়েছে প্রায় দেড়শ টাকা মতো। আর গাড়ি ভাড়া করে যেতে চাইলে ভাড়া পড়বে ৪ হাজার টাকা। এখানে হোমস্টের সংখ্যা কমই আছে। আর যে কয়েকটি হোমস্টে আছে সেখানে থাকা-খাওয়া মিলিয়ে মাথাপিছু খরচ দেড় হাজার টাকা। এখানে যেতে গেলে আপনার প্রচুর টাকা খরচ হবে না। একদম কম টাকা খরচের মধ্যে অল্প কদিনের ছুটিতেও এই জায়গা ঘুরে আসতে পারবেন।

Avatar

Papiya Paul

X