পার্থ সারথি মান্না, কলকাতাঃ আপনার কি দু চাকা বা চারচাকা গাড়ি রয়েছে? তাহলে আপনার জন্য জরুরি খবর। রাস্তায় গাড়ি চালানোর সময় ট্রাফিক আইন উলঙ্ঘন করলেই চালান (Traffic Challan) হয়ে যায়। তবে অনেক সময় ক্যাশ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। তাই এবার কড়া পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। ট্রাফিক চালান থেকে নো অবজেকশন সার্টিফিকেট সব হবে অনলাইনেই।
ট্রাফিক চালানের জন্য নয়া পোর্টাল আনল পশ্চিমবঙ্গ সরকার
এই প্রসঙ্গে রাজ্যের মুখ্য সচিবের সভাপতিত্বে একটি বৈঠক হয়। সেখানেই যানবাহন নিয়ন্ত্রণ থেকে চালান পেমেন্ট ও ট্র্যাকিং পক্রিয়া আরও সহজ ও পেপারলেস করার প্রসঙ্গে আলোচনা হয়। তখনই পরিবহন সচিব সৌমিত্র মোহন আদেশ জারি করেন। যার ফলে গাড়ি চালকদের অনেকটাই সুবিধা হবে। জরিমানা অনলাইনে প্রদান করে নো অবজেকশন সার্ফিটিকেট পাওয়া যাবে কয়েক মিনিটেই। এমনকি শুধু প্রাইভেট নয় কমার্শিয়াল যানবাহনের ক্ষেত্রেও একটাই পোর্টালের মাধ্যমে সব কাজ মিটে যাবে।
১ লা জুন থেকেই চালু হবে নিয়ম
যেমনটা জানা যাচ্ছে, আগামী ১লা জুন থেকেই কলকাতা পুলিশ ও পরিবহন দফতরকে নয়া ইউনিফায়েড চালান সিস্টেম চালুর করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যে কোনো গাড়ির চালান থেকে শুরু ট্রেকিং সবটাই হবে এক পোর্টালের মাধমে। সরকারের মতে, রেজিস্ট্রেশন থেকে লাইসেন্সিং এমনকি পরবর্তীতে গাড়ির স্ট্যাটাস চেকিংয়ের কাজও করা যাবে। আর এক্ষেত্রে টাকাটা সোজাসুজি সরকারি কোষাগারে জমা পড়বে। সবথেকে বড় কথা জরিমানা দেওয়ার অফলাইনে কোথাও না যেতে হওয়ার দরুন অনেকটাই সময়ও বাঁচবে।
আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী জন ধন অ্যাকাউন্ট থাকলে মিলবে ১০,০০০ টাকা! কিভাবে? জানুন পদ্ধতি
নয়া পোর্টালে যে শুধু নতুন চালান পেমেন্ট করার অপশন থাকবে তা নয়। অতীতের কোনো চালান থাকলেও সেটা এখন থেকেই পেমেন্ট করে দেওয়া যাবে। তাই যদি কারোর কোনো পেমেন্ট বাকি থাকে সেটা দিয়ে ফিটনেস সার্টিফিকেট বা ড্রাইভিং লাইসেন্সের কোনো কাজ যদি আটকে থাকে সেটার সমাধানও করা যাবে।