New train might start from Kolkata to Jalpaiguri Road
Partha Sarathi Manna
Partha Sarathi Manna

Published:

আরও সহজ হবে উত্তরবঙ্গ ভ্রমণ, যাত্রীদের সুখবর দিয়ে শীঘ্রই চালু হতে পারে নয়া ট্রেন

পার্থ সারথি মান্না, কলকাতাঃ মধ্যবিত্তের যাতায়াতের সবচেয়ে সস্তার ও নির্ভরযোগ্য মাধ্যম হল ট্রেন। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনের মাধ্যমেই নিজেদের গন্তব্য পৌঁছে যান। এমনকি বাঙালির প্রিয় ভ্রমণস্থলে পৌঁছানোর ক্ষেত্রেও দূরপাল্লার ট্রেনই ভরসা। কিন্তু এক্ষেত্রে একটা সমস্যা থেকেই যায় সেটা হল টিকিট না পাওয়া। বিশেষ করে উত্তরবঙ্গ যাওয়ার জন্য একাধিক ট্রেন থাকলেও পর্যটকদের অভিযোগ রিজার্ভেশন পাওয়া মুশকিল, আর যদি কেউ শেষ মুহূর্তে প্ল্যানিং করে তাহলে তো আর কথাই নেই।

এবার এই সমস্যার সমাধানেই উদ্যোগী ভারতীয় রেল। হ্যাঁ ঠিকই আন্দাজ করেছেন, নতুন ট্রেনের ঘোষণা আসতে পারে রেলের তরফ থেকে। কলকাতা থেকে যারা উত্তরবঙ্গ যেতে চান তাদের টিকিট পাওয়া এখন আরও সোজা হয়ে যাবে। কবে থেকে চালু হচ্ছে নতুন ট্রেন? কোন রুটে চলবে আর কটা থেকে? এই সমস্ত প্রশ্নের উত্তর রইল আজকের প্রতিবেদনেই।

উত্তরবঙ্গের জন্য নতুন ট্রেন ঘোষণা রেলের

যেমনটা জানা যাচ্ছে, জলপাইগুড়ি রোড থেকে সোজা কলকাতা অবধি একটি ট্রেন চালু করা হবে। এই ট্রেনটিতে এসি স্লিপার কোচও থাকবে। সম্প্রতি দিল্লিতে গিয়েছিলেন জলপাইগুড়ির সাংসদ ডঃ জয়ন্ত ঘোষ। সেখানে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে সাক্ষাৎ করেন ও নতুন ট্রেন চালুর দাবি জানান।

সাংসদের প্রস্তাব হাসিমুখেই গ্রহণ করেছেন রেলমন্ত্রী। একইসাথে আশ্বাস দিয়েছেন পরিকাঠামোগত উন্নতি করার পরেই নতুন ট্রেন চালু করা হবে। এর আগেও জলপাইগুড়ি রোড স্টেশন নিয়ে একাধিক দাবি করেছিলেন জয়ন্ত বাবু। যার মধ্যে উল্লেখযোগ্য – পদাতিক এক্সপ্রেসের স্থায়ী স্টপেজ ও হলদিবাড়ি-শিয়ালদহ দার্জিলিং মেল চালু করা।

পরিকাঠামো উন্নয়নের পরেই চালু হবে নতুন ট্রেন

জলপাইগুড়ি রোড থেকে পর্যন্ত ট্রেন চালু হলে আদতে অনেকটা সুবিধা হবে যাত্রীদের এমনটাই মত সকলের। রেলমন্ত্রীর আশ্বাস দিয়েছেন, স্টেশনের পরিকাঠামোগত উন্নয়ন মিটে গেলেই দ্রুত ট্রেন চালু করার ব্যবস্থা করা হবে। এতে উত্তরবঙ্গ ভ্রমণের ক্ষেত্রে টিকিট পাওয়া যেমন সহজ হবে তেমনি আদালত বা প্রশাসনের কাজের জন্যও অনেকটাই সুবিধা হবে। কারণ গোশালা মোড়ের কাছেই জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী আদালত চালু হতে চলেছে। সেক্ষেত্রে বিচারক থেকে শুরু করে আইনজীবী ও মক্কেলকদের যাতায়াতেও অনেকটাই সুবিধা হবে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X