চারিদিকে দেশি বিদেশি পাখির ভিড়, কলকাতার কাছেই রয়েছে এই অফবিট পাখিদের ডেস্টিনেশন

নিউজশর্ট ডেস্কঃ শীতের মরশুম ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আর শীত পড়তে না পড়তেই ঘুরতে যাওয়ার ধুম লেগে গিয়েছে মানুষের মধ্যে। বেশ কিছুদিনের জন্য ঘুরতে(Travel) যাবার পাশাপাশি অনেকেই আবার দুদিন কিংবা একদিনের মধ্যে ঘুরতে যাবার প্ল্যান করে থাকেন। বারে বারে এক জায়গায় ঘোরার বদলে নিত্যনতুন জায়গায় ঘুরতে যেতে পছন্দ করেন বহু পর্যটক। আর সেই পর্যটকদের জন্যই আজকের এই প্রতিবেদন।

কলকাতার কাছেই আনন্দে ছুটি কাটানোর জন্য নতুন একটি জায়গার সন্ধান নিয়ে চলে এসেছি আমরা। এটি রয়েছে পূর্ব বর্ধমান(Burdwan) জেলায়। এটিকে বলা হয় ‘চুপি পাখিরালয়'(Chupi Pakhiralaya)। একেবারে সাদামাটা গ্রাম্য পরিবেশ জলাশয়ের ধারে নির্জন নিরিবিলিতে প্রকৃতিকে উপলব্ধি করতে করতে কেটে যাবে আপনার সময়। এখানে বিভিন্ন ধরনের পরিযায়ী পাখিদের জন্যই এই জায়গাটি এত বেশি জনপ্রিয়। এখানে গেলে দেশি পাখির পাশাপাশি বহু বিদেশি পাখি চাক্ষুষ করার সুযোগ পাবেন আপনি।

চুপি, কাষ্ঠশালী, রাজার চড় এই জায়গাগুলোতে বিদেশি পাখিদের দেখতে প্রত্যেক বছর শীতকালে দেশ-বিদেশের পর্যটকেরা চলে আসেন। এখানে বিদেশি পাখিদের সঙ্গে পরিচয় করানোর জন্য রয়েছেন গাইড। প্রচুর নামি ফটোগ্রাফাররা এখানে বিদেশি পাখির ছবি তুলতে চলে আসেন। এখানে ঘুরতে এলে আপনি নৌকায় ঘুরে ঘুরে বিভিন্ন ধরনের পাখিদের দেখতে দেখতে সুন্দর সময় কাটাতে পারবেন।

আরও পড়ুন: লাগবে না ভিসা, শুধু ভারতীয় পাসপোর্টেই ঘুরতে পারবেন এই ৭ বিদেশী ডেস্টিনেশনে

ছাড়িগঙ্গার পাড়ে থাকার জন্য প্রচুর রিসোর্ট রয়েছে। ইতিমধ্যেই রাজ্য সরকার এই জায়গাকে বড় পর্যটন কেন্দ্র গড়ে তুলেছে। এখানকার রেসর্টগুলোর ভাড়া আপনার সাধ্যের মধ্যে। আপনি চাইলে এখানে পিকনিক করতেও পারেন । এখানে রিসোর্টগুলোর ভাড়া ১০০০ থেকে ১৫০০ টাকার মধ্যে। এসি এবং নন এসি সব ধরনের রুমের ব্যবস্থা রয়েছে।


কিভাবে যাবেন?
হাওড়া-কাটোয়া রুটে যে কোন ট্রেনে চেপে পূর্বস্থলী স্টেশনে নেমে টোটো করে পৌঁছে যেতে পারবেন এইখানে। আর একবার এখানে ঘুরতে এলে আপনার মন ভালো হয়ে যাবে।

Avatar

Papiya Paul

X