শীতের ছুটিতে ঘুরে আসুন বাংলার এই ঐতিহাসিক পার্ক থেকে, কলকাতা থেকে কিছুটা দূরেই পিকনিক স্পট

নিউজশর্ট ডেস্কঃ শীতকাল পড়ে গিয়েছে। আর এই শীতকালে ঘুরতে যাওয়ার পাশাপাশি পিকনিক যেতেও পছন্দ করেন বহু মানুষ। একটু হালকা শীত পড়তে পড়তেই ইতিমধ্যে অনেকে বিভিন্ন জায়গায় পিকনিক সেরে ফেলেছেন। অনেকে আবার বছর শেষের সময়ে পিকনিক যেতে বেশি পছন্দ করে থাকেন। কলকাতার আশেপাশে বেশকিছু পিকনিক স্পট(Picnic Spot) রয়েছে।

তবে শুধুমাত্র কলকাতা নয়, বাংলার বেশ কিছু জেলায় এমন কিছু পিকনিক স্পট রয়েছে যেখানে একবার গেলে বারবার যেতে মন চাইবে আপনার। আজকের এই প্রতিবেদনে এমনই একটি পিকনিক স্পট সম্পর্কে আপনাদেরকে জানাবো। এই জায়গাটি হল কান্তেশ্বর ইকো ট্যুরিজম পার্ক(Kanteswar Eco Tourism Park)কোচবিহার(Cooch Behar) জেলায় বাংলাদেশ সীমান্ত লাগোয়া শীতলকুচি এবং সিতাই এলাকার মধ্যবর্তী স্থানে এই ইকো ট্যুরিজম পার্ক অবস্থিত।

এখানে মনোরম প্রাকৃতিক দৃশ্য ও পরিবেশের সৌন্দর্য যেকোনো পর্যটকের মন সহজেই আকৃষ্ট করে দেয়। মূলত এটি একটি ঐতিহাসিক স্থান হিসেবে পরিচিত রয়েছে। কোচবিহারের এককালীন এক পুরুষ রাজত্ব করা রাজাকান্তেশ্বরের রাজবাড়ির প্রবেশ দুয়ার এই জায়গাতে ছিল। আর এই ঐতিহাসিক স্থানটাকে কেন্দ্র করে পরবর্তীকালে পার্ক তৈরি করা হয়। বর্তমানে এখন আর কোন রাজবাড়ীর চিহ্ন না থাকলেও এখানে অনেক উঁচু মাটির ডিপি বা টিলা রয়েছে গড় বলে চিহ্নিত করা হয়।

আরও পড়ুন: কলকাতা থেকে ঢিল ছোড়া দূরত্বে রয়েছে এই মনোরম পার্ক! শীতেই জমিয়ে করুন পিকনিক

কিছদিন আগেও বেশ কিছু খনন কার্য চালানো হয়েছিল আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকে। এই পার্কের মধ্যে বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের পশু-পাখির মূর্তি ও নানা রকমের খেলনার জিনিস ইত্যাদি রয়েছে। যাতে করে বাচ্চারা এখানে আনন্দের সঙ্গে সারাটা দিন কাটিয়ে দিতে পারবে। এই পার্কের মধ্যেই পেয়েছে পিকনিক করার জায়গা। এখানে পার্কের কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিলে তবেই পিকনিক করা সম্ভব।

এখানে প্রবেশের মূল্য হিসেবে লাগে জনপ্রতি ১০ টাকা। বাইকের পার্কিং করতে লাগে ১০ টাকা। ছোট গাড়ির ক্ষেত্রে ২০ টাকা এবং বড় গাড়ির ক্ষেত্রে ৩০ টাকা। এছাড়া পিকনিক করার জন্য এখানে আলাদা কিছু টাকা দিতে হয়। তাহলে আপনিও যদি কোন পিকনিক স্পটের সন্ধান করে থাকেন তাহলে এই জায়গাতে একবার চলে যেতে পারেন।

Avatar

Papiya Paul

X