TRP List

Moumita

‘গোয়েন্দা জ্যাজ সান্যাল’ ফাটিয়ে দিচ্ছে, নম্বর কমল ‘অনুরাগের ছোঁয়া’র, বিরাট চমক এই সপ্তাহের TRP তালিকায়

প্রত্যেকটা সিরিয়ালপ্রেমীর (Bengali Serial) কাছেই গুরুত্বপূর্ণ বিষয় হল টিআরপি (TRP)। কারণ এই টিআরপি রেট-টাই ঠিক করে কে টিকবে আর কার সফর বন্ধ হবে! আর এই কারণেই সপ্তাহের একটা বিশেষ দিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে অনুরাগীরা। এবারেও চলে এল কাঙ্খিত টিআরপি (TRP) তালিকা।

   

বর্তমানে ‘অনুরাগের ছোঁয়া’, ‘জগদ্ধাত্রী’র মতো ধারাবাহিকগুলিই রাজ করছে টেলি দুনিয়ায়। দীপা-সূর্যর কাহিনী সেরার শিরোপা ছিনিয়ে নিচ্ছে প্রতিবার। যদিও টিআরপি পয়েন্ট অনেকটাই কমে গিয়েছে। মানুষের বক্তব্য, এবার নাকি গল্পকে অযথাই টেনে বাড়ানো হচ্ছে। এই সপ্তাহে ‘অনুরাগের ছোঁয়া’র ঝুলিতে এসেছে (৮.৮)।

আর (৮.৬) পয়েন্ট নিয়ে ঠিক তারপরেই রয়েছে ‘জগদ্ধাত্রী’। এদিকে তৃতীয় স্থানে এসেছে ‘গৌরী এলো’ (৮.০)। আর বাকিদের টপকে ‘নিম ফুলের মধু’ চলে এসেছে চতুর্থ স্থানে (৭.৮)। আগের সপ্তাহের চেয়ে পয়েন্ট বেড়েছে ‘খেলনা বাড়ি’র।

TRP List

এদিকে যৌথভাবে পঞ্চম স্থানে রয়েছে ‘বাংলা মিডিয়াম’ (৭.১) এবং পঞ্চমী (৭.১)। বেশ সমানে সমানে টক্কর চলছে স্টার জলসার এই দুটি সিরিয়ালের মধ্যে। দুজনের ঝুলিতেই এসেছে (৭.১) পয়েন্ট করে। এদিকে মিঠাইরানির অবস্থা অত্যন্ত শোচনীয়। এবার তো সেরা ১০-এও জায়গা করে নিতে পারেনি ধারাবাহিকটি।

চলুন দেখে নিই এই সপ্তাহের প্রথম দশে কারা উঠে এল

১ম •• অনুরাগে ছোঁয়া (৮.৮)

২য় •• জগদ্ধাত্রী (৮.৬)

৩য় •• গৌরী এলো (৮.০)

৪র্থ •• নিম ফুলের মধু (৭.৮)

৫ম •• খেলনা বাড়ি (৭.৫)

৬ষ্ঠ •• পঞ্চমী (৭.১), বাংলা মিডিয়াম (৭.১)

৭ম •• রাঙা বউ (৬.৯)

৮ম •• এক্কা দোক্কা (৬.৮)

৯ম •• মেয়েবেলা (৬.৩)

১০ম •• গাঁটছড়া (৬.২)