Papiya Paul

Business Idea: এই ইউনিক ব্যবসা শুরু করলেই সোনায় সোহাগা! ১০০ টাকার জিনিস বেচবেন ২৫০ টাকায়

নিউজশর্ট ডেস্কঃ এই মুহূর্তে মানুষের চাকরির বদলে ব্যবসার দিকে ঝোঁক বেশি। এর কারণ হলো চাকরির বেহাল দশা। উচ্চশিক্ষিত হয়েও মানুষ নিজের মনের মত চাকরি পাচ্ছে না। আর তাই তরুণ প্রজন্ম অর্থ উপার্জনের আশায় ব্যবসার দিকে বেশি ঝুঁকছেন। সঠিকভাবে লাভজনক ব্যবসা(Business) করতে পারলে, মোটা টাকা রোজগার হওয়া সম্ভব হয়।

নতুন বিজনেস আইডিয়া: 

   

আজকের এই প্রতিবেদনে এমনই একটি নতুন বিজনেস আইডিয়া(Business Idea) সম্পর্কে আপনাদেরকে জানাবো। তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা এখন ট্রেন্ড ভীষণভাবে ফলো করে। তাই তাদের পোশাকও ট্রেন্ডিং হওয়া চাই। এখন অনেকেই জামা কিংবা টি-শার্ট-এর ওপর বিভিন্ন ছবি কিংবা লেখা থাকলে সেগুলো কিনতে ভালোবাসেন। আর এই সুযোগকে কাজে লাগিয়ে আপনি টি- শার্ট প্রিন্টিং বিজনেস শুরু করতে পারেন।

এই ব্যবসায় এখন ব্যাপক চাহিদা। আপনি বাড়িতে বসে অনলাইনের মাধ্যমেও এই ব্যবসা শুরু করতে পারেন। এর পাশে নিজের দোকান খুলেও ব্যবসা বাড়াতে পারেন। শুধুমাত্র উৎসবের মরশুমের জন্য নয়, বিভিন্ন সার্ভিস প্রোভাইডার, স্টার্টআপ সংস্থা, রেস্টুরেন্ট কিংবা শোরুমে বিভিন্ন কোম্পানির স্টাফেদের জন্য টি-শার্ট তৈরি করা হয়। আর এই টি-শার্ট-এর উপরে নাম কিংবা ক্যাপশন লেখা হয়। এই কাজটি আপনি করতে পারেন।

আরও পড়ুন: Business Idea: হাতে মোবাইল থাকলেই কেল্লাফতে, এই ৬ টি ব্যবসাতে হু হু করে বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স

প্রয়োজনীয় কাঁচামাল:

তবে এক্ষেত্রে প্রিন্টার, হিট প্রেস, কম্পিউটার, কাগজ টি-শার্ট-এর মত কিছু বিশেষ কাঁচামালের প্রয়োজন রয়েছে। এর পাশাপাশি একটি ম্যানুয়াল মেশিন কিনতে হবে আপনাকে। এই মেশিনে এক মিনিটে একটি টি শার্ট প্রিন্টিং করা সম্ভব হয়। আপনার কাছে পুঁজি বেশি থাকলে আপনি একটু ভালো কোয়ালিটির প্রিন্টিং মেশিন কিনতে পারেন। এক্ষেত্রে ৭০ হাজার থেকে ১ লক্ষ টাকা রোজগার হবে।

কত টাকা রোজগার হবে? 

একটি জামা আর সবটা মিলিয়ে তৈরি করতে ১০০ টাকা খরচ হলে আপনি বাজারে সেটি ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি করতে পারবেন। ধীরে ধীরে আপনার পরিচিতি বাড়লে নিজের ব্র্যান্ডও তৈরি করতে পারেন। এই ব্যবসা থেকে প্রত্যেক মাসে মোট ৩০ থেকে ৪০ হাজার টাকা সহজে রোজগার করা সম্ভব হয়। অনেক ক্ষেত্রে ৫০ হাজার টাকাও রোজগার হয়ে যাবে।