শিয়ালদহবাসীদের অপেক্ষার অবসান! নতুন লাইন থেকে বন্দে ভারত নিয়ে সুখবর দিল রেল

New Vande Bharat Shed will be build in Chitpur Rail Yard

শিয়ালদহবাসীদের অপেক্ষার অবসান! নতুন লাইন থেকে বন্দে ভারত নিয়ে সুখবর দিল রেল

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ মধ্যবিত্ত হবে বা উচ্চমধ্যবিত্ত আজ দেশের সিংহভাগ জনতা ট্রেনেই সফর করতে পছন্দ করেন। কর্মক্ষেত্রে  পৌঁছানো হোক বা ভ্রমণের জন্য দূরের কোনো গন্তব্য কম খরচে সেরা যাতায়াতের মাধ্যম রেলপথ। তবে যাত্রীদের আরাম ও সময় বাঁচানোর কথা মাথায় রেখে প্রতিনিয়ত উন্নত হচ্ছে ভারতীয় রেল পরিষেবা। ইতিমধ্যেই বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছে যা আগের চেয়েও কম সময়ে অধিক দূরত্ব অতিক্রম করতে সক্ষম। এবার জানা যাচ্ছে এই বন্দে ভারতের রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্য নতুন শেড তৈরী হবে বাংলায়।

বন্দে ভারতের জন্য দ্বিতীয় শেড তৈরী হবে বাংলায়

ভারতীয় রেলের প্রিমিয়াম ক্যাটেগরির ট্রেন হল বন্দে ভারত। তাই এটিকে নিয়মিত রক্ষণাবেক্ষেণের প্রয়োজন যার জন্য অন্যান্য এক্সপ্রেস ট্রেনের শেডের বদলে আলাদা শেড তৈরী করা হয়েছিল। তবে এবার জানা যাচ্ছে চিৎপুর রেল ইয়ার্ডে আরও একটি নতুন শেড তৈরির প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমতি পাওয়া গেলেই সেটানির্মানের জন্য কাজও শুরু হয়ে যাবে।

২৫০ কোটি খরচে তৈরি হবে নয়া শেড

আসলে হাওড়া থেকে ইতিমধ্যেই একাধিক বন্দে ভারত ছাড়ছে আর শিয়ালদহ থেকেও শীঘ্রই চালু করা হবে। তাই হাওড়াতে যেমন একটি আলাদা করে শেড তৈরি করা হয়েছে তেমনই শিয়ালদহের জন্যও আলাদা করে চিৎপুরে শেড তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন বন্দে ভারত এক্সপ্রেসের জন্য এই শেড তৈরি করতে প্রায় ২৫০ কোটি টাকা খরচ হবে বলে অনুমান করা হচ্ছে। ইতিমধ্যেই কাজের জন্য সমস্ত পরিকল্পনা করা হয়ে গিয়েছে। এখন অপেক্ষা শুধু সবুজ সংকেত পাওয়ার।

আরও পড়ুনঃ মাত্র ৩ মাস আয়ু! ভাঙা হবে দিঘার ‘ঢেউ সাগর’, রাজ্যকে আদেশ দিল আদালত

রেলের তরফ থেকে জানানো হয়েছে, শিয়ালদহে বন্দে ভারত এক্সপ্রেসের জন্য আলাদা করে দুটি লাইনও তৈরি হচ্ছে। এর ফলে রক্ষণাবেক্ষণের কাজ আরও সহজ হবে। এই লাইনে ছোটখাটো কাজ করা গেলেও সম্পূর্ণ কাজের জন্য আলাদা করে জায়গার প্রয়োজন। তাই নতুন শেড তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘোষণা সামনে আসার পর অনেকেই শিয়ালদহে কবে থেকে বতুন বন্দে ভারত চালু হবে ও কোন রুটে সেটা জানার জন্য বেশ আগ্রহী হয়ে পড়েছেন সকলেই। যদিও এই বিষয়ে অফিসিয়াল ঘোষণার জন্য আরও কিছুটা অপেক্ষা করতে হবে বলেই মনে করা হচ্ছে।

সঙ্গে থাকুন ➥