গ্রান্ড ফিনালের আগেই ফাঁস বিজেতার নাম! ইন্ডিয়ান আইডল ১৫-র চ্যাম্পিয়ান কে?

Indian Idol Season 15 Winner Name leaked

গ্রান্ড ফিনালের আগেই ফাঁস বিজেতার নাম! ইন্ডিয়ান আইডল ১৫-র চ্যাম্পিয়ান কে?

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ টেলিভিশনের পর্দায় সিরিয়াল ছাড়াও রিয়ালিটি শো দেখতে বেশ ভালোই লাগে সকলের। এমনই একটি জনপ্রিয় রিয়েলিটি শো হল ইন্ডিয়ান আইডল। গত সপ্তাহেই ইন্ডিয়ান আইডলের ১৫ টম সিজেনের গ্রান্ড ফিনালে হওয়ার কথা ছিল। কিন্তু সেটা শেষ মুহূর্তে পিছিয়ে দেওয়া হয়েছে। তবেএবার জানা যাচ্ছে, ফিনালের সম্প্রচারের আগেই বিজেতার নাম (Indian Idol 15 Winner) ফাঁস হয়ে গিয়েছে।

গ্রান্ড ফিনালের আগেই ফাঁস ইন্ডিয়ান আইডলের বিজেতাদের নাম!

হ্যাঁ ঠিকই দেখছেন, ফাঁস হয়ে গিয়েছে ইন্ডিয়ান আইডল সিজেন ১৫ এর বিজেতাদের নাম। সেরা ৬ এর মধ্যে কার ভাগ্য খুলে গেল? তাছাড়া ফাইনালিস্টদের মধ্যে অর্ধেক তো বাংলারই ছিলেন। তবে কি বাঙালির দখলেই এল ইন্ডিয়ান আইডলের ট্রফি? এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে আজকের প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।

কে হল ইন্ডিয়ান আইডল সিজেন ১৫ এর বিজেতা?

যেমনটা জানা যাচ্ছে, এবছর মানসী ঘোষের হাত ধরেই প্রথমবার বাংলার ঘরে এল ইন্ডিয়ান আইডলের বিজেতার ট্রফি। এখানেই শেষ নয়, দ্বিতীয়ও হয়েছে বাংলা থেকেই। খড়্গপুরের ছেলে শুভজিৎই নাকি দ্বিতীয় হয়েছে। এরপর তৃতীয় স্থানে রয়েছে স্নেহা শঙ্কর। অনলাইনে বিজেতাদের এই নাম ফাঁস হলেও চ্যানেল বা প্রতিযোগী কারোর তরফ থেকেই কোনো মন্তব্য করা হয়নি।

ইন্ডিয়ান আইডলের ফাইনালিস্ট

এবছর গ্রান্ড ফিনালের অনুষ্ঠানের জন্য সেরা ৬ জনকে বেছে নেওয়া হয়েছিল। মানসী ঘোষ, শুভজিৎ চক্রবর্তী, চৈতন্য দেবাদে, অনিরুদ্ধ সুসওয়ারাম, স্নেহা শঙ্কর ও প্রিয়াংশু দত্ত এই ছয় প্রতিযোগীরাই লড়াই করেছেন সেরার সেরা হওয়ার প্রতিযোগিতায়।

বাংলার দুই সংগীত ‘রত্ন’

বাংলার মেয়ে মানসী এর আগে সুপার সিঙ্গার সিজেন ৩ এ অংশগ্রহন করেছিলেন। সেখানে গ্রান্ড ফিনালেতে পৌঁছে দ্বিতীয় হয়েছিলেন। এরপর ফের ধাপে ধাপে নিজের সুরের জাদুতে সকলকে মোহিত করে ইন্ডিয়ান আইডলের ফাইনালে পৌঁছেছিলেন তিনি।

আরও পড়ুনঃ রেশন কার্ডধারীরা সাবধান, অক্ষয় তৃতীয়ার আগে করুন এই কাজ! নাহলেই বন্ধ হতে পারে ফ্রি রেশন

অন্যদিকে খড়্গপুরের ছেলে শুভজিৎ, একেবারে নিম্নমধ্যবিত্ত পরিবারেই বড় হয়ে উঠেছে। বাবা যেহেতু গানের সাথেই যুক্ত তাই তার থেকেই গান শেখ। করোনা মহামারীর সময় সংসার চালাতে একটি পানের দোকানও খুলেছিলেন তিনি। ইতিমধ্যেই তাঁর ঝুলিতে এসেছে শ্রেয়া ঘোষালের দেওয়া ‘মোস্ট ভার্সেটাইল’ গায়কের খেতাব।

সঙ্গে থাকুন ➥