পার্থ সারথি মান্না, কলকাতাঃ সিরিয়াল ছাড়াও বাঙালি দর্শকদের পছন্দের একটি রিয়েলিটি শো হল ‘দাদাগিরি’। গতবছরই দাদাগিরি শেষ হয়েছে, তবে মাঝে শোনা যাচ্ছিল বাংলার দাদাগিরি নিয়ে ফিরতে পারেন ‘দাদা’ সৌরভ গাঙ্গুলি। তবে, এবার সাসপেন্স কাটিয়ে প্রকাশ্যে এল আসল খবর। ষ্টার জলসায় নতুন রিয়েলিটি শো নিয়ে কামব্যাক করছেন সৌরভ।
নতুন রিয়েলিটি শো নিয়ে আসছেন সৌরভ গাঙ্গুল
‘দাদাগিরি’ হল জি বাংলার শো, তবে এবার এই শোয়ের পাশাপাশি ষ্টার জলসারও একটি রিয়েলিটি শোতে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে দাদাকে। এমনটাই জানা যাচ্ছে ইন্ডাস্ট্রির অন্দরমহল থেকে। হ্যাঁ ঠিকই দেখছেন, একাই দুই দিকে সামলাবেন তিনি। তবে এখনও চ্যানেলের তরফ থেকে কোনো খবরপ্রকাশ্যে আসেনি। তাই ষ্টার জলসার নতুন শো বিগ বসের মতে হবে কি না সেটা নিয়ে নিশ্চিতরূপে কিছুই বলা যাচ্ছে না।
আসছে দাদাগিরির নতুন সিজেন?
সেই ২০০৯ সালে শুরু হয়েছিল দাদাগিরি। এর পর থেকে ১০টি সিজেন হয়ে গিয়েছে। যার মধ্যে একটি বাদে সবকটিতেই সঞ্চালকের ভূমিকায় দেখা গিয়েছিল সৌরভ গাঙ্গুলিকে। এই প্রসঙ্গে বলে গিয়ে দাদা নিজেই জানিয়েছিলেন। কখনো ভাবিনি যে একটানা এভাবে কথা বলতে পারব! যদিও বেশ ভালোভাবেই দর্শকদের মন জয় করেছেন তিনি।
ফের বাংলায় বিগ বস?
আসলে এর আগে ই টিভিতে বাংলায় বিগ বস চালু হয়েছিল। কিন্তু মাত্র দুটো সিজেনের পরেই সেটা বন্ধ হয়ে যায়। এবার কি সেই ধরণেরই কিছু চালু হতে চলেছে? নেটিজেনদের মনে কৌতূহল বাড়লেও চ্যানেল কর্তৃপক্ষ বা সৌরভ গাঙ্গুলি দুজনের কারোর থেকেই কোনো কিছু শোনা যায়নি।
আরও পড়ুনঃ বাংলার উপর দিয়েই যায় ভারতের সবচেয়ে দীর্ঘতম রুটের ট্রেন, সেরা পাঁচ কারা? রইল তালিকা
সম্প্রতি কলকাতা থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সৌরভ গাঙ্গুলি। সেখানে স্ত্রী মেয়ের সাথে ছিলেন তিনি। এমনি মুখ্যমন্ত্রী লন্ডন সফরে যাওয়ার পর তাঁর সাথেও দেখা গিয়েছে দাদাকে। তবে এবার শীঘ্রই তিনি দেশে ফিরবেন, কারণ নতুন কাজ বা রিয়েলিটি শোয়ের জন্য প্রোমো শুটিংয়ের ব্যবস্থা করতে হবে। এখন অপেক্ষা রিয়েলিটি শো গুলির ঘোষণা হওয়ার।