ঈদের দু-দিন আগেই বাতিল হল ছুটি, নোটিশ দিয়ে জানাল রাজ্য সরকার

Eid Holiday Cancelled by Haryana Government

ঈদের দু-দিন আগেই বাতিল হল ছুটি, নোটিশ দিয়ে জানাল রাজ্য সরকার

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ আর মাত্র দুই দিনের অপেক্ষা তাপরেই ইসলাম ধর্মাবলম্বীদের উৎসব ঈদ। আগামী ৩১শে মার্চ ঈদ-উল-ফিতর পালন করা হবে গোটা দেশজুড়ে, সেই কারণে ন্যাশনাল হলিডে রয়েছে। কিন্তু এবার জানা যাচ্ছে আচমকাই বাতিল করা হল ঈদের ছুটি! না, গোটা দেশ নয় একটিমাত্র রাজ্যে ঈদের জন্য থাকা সরকারি ছুটি বাতিল বলে ঘোষণা করা হয়েছে। কোথায় আর কেন? জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

ঈদের ছুটি বাতিল ঘোষণা সরকারের

যেমনটা জানা যাচ্ছে হরিয়ানা রাজ্যের সরকার ঈদের দিনের বরাদ্দ হওয়া ছুটি বাতিল করা হয়েছে। স্বাভাবিকভাবেই কেন ছুটি বাতিল করা হয়েছে সেটা নিয়ে প্রশ্ন জাগছে সরকারি কর্মীদের মনে। ইতিমধ্যে সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে এর কারণ জানানো হয়েছে।

হরিয়ানার চিফ সেক্রেটারি অনুরাগ রাস্তোগির মতে, ঈদ-উল-ফিতরের চুক্তিটিকে গেজেটেড ছুটি থেকে বদলে সীমিত ছুটিতে বদলানো হয়েছে বহু আগেই। ২০২৪ সালের ২৬ শে ডিসেম্বরের অর্ডারকে সামনে রেখে এদিন ৩১ শে মার্চের ঈদের ছুটিকে বাতিল করা হয়েছে। অবশ্য এরই পিছনে থাকা কারণও স্পষ্ট করা হয়েছে সরকারের তরফ থেকে।

কেন বাতিল হল ঈদের ছুটি?

আসলে ২৯ ও ৩০ শে মার্চ শনি ও রবিবার হওয়ার জেরে সরকারি ছুটি থাকছেই। এরপর ৩১শে মার্চ ও ১ লা এপ্রিলও ঈদের জন্য ছুটি দেওয়া হয়েছে। কিন্তু মুশকিল হল আর্থিক বছরের শেষ দিন হওয়ায় সোমবার বা ৩১শে মার্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ঈদেও হরিয়ানার সমস্ত সরকারি দফতরে খোলার রাখার নির্দেশ দেয়া হয়েছে কর্মীদের উদ্দেশ্যে।

আরও পড়ুনঃ কেন্দ্রীয় কর্মচারীদের চিন্তার দিন শেষ, ডবল হতে পারে বেতন! কবে থেকে চালু অষ্টম বেতন কমিশন?

চাইলে ছুটিতে যেতে পারেন কর্মীরা

অবশ্য ঈদের দিন যে বাধ্যতামূলকভাবে অফিসে আসতেই হবে যেন কোনো শর্ত রাখা হয়নি। কোনো সরকারি কর্মী যদি বাড়ির লোকেদের সাথে ঈদ উদযাপন করতে চান সেক্ষেত্রে আগে থেকেই ছুটির আবেদন করতে পারেন। কারণ গেজেটেড ছুটি থেকে ঈদ বাতিল করা হলেও ব্যক্তিগত কারণে ছুটি নেওয়া যেতেই পারে।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গেও নবান্নের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা ঈদের দিনে অর্থ দফতরের সমস্ত অফিস খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তাই বাংলার রাজ্য সরকারের কর্মীরাও এদিন অফিসে আসবেন।

সঙ্গে থাকুন ➥