৮৫০ নয় মাত্র ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার, নয়া প্রকল্পে চালু রাজ্যের, দেখুন আবেদনের পদ্ধতি

Har Ghar Har Grihini Yojana LPG Cylinder at Rs 500

৮৫০ নয় মাত্র ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার, নয়া প্রকল্পে চালু রাজ্যের, দেখুন আবেদনের পদ্ধতি

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ প্রতিনিয়ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েই চলেছে। এমতাবস্থায় কিভাবে গরিব ও মধ্যবিত্তদের একটি স্বস্তি দেওয়া যেতে পারে তার জন্য উদ্যোগী হল রাজ্য সরকার। আজকাল প্রতিটা বাড়িতেই রান্নার জন্য LPG সিলিন্ডারের ব্যবহার হয়। তবে এক্ষেত্রে যে ভূর্তুকি পাওয়া যায় তা একেবারে নগন্য। অবশ্য এবার রাজ্যের নিম্নবিত্তদের মাত্র ৫০০ টাকায় সিলিন্ডার দেওয়ার জন্য তৈরি রাজ্য। কিভাবে ও কারা পাবেন সস্তার গ্যাস? জানতে হলে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

এবার ৫০০ টাকায় LPG সিলিন্ডার দেবে সরকার

হ্যাঁ ঠিকই দেখছেন এবার থেকে মাত্র ৫০০ টাকাতেই মিলবে গ্যাস সিলিন্ডার। তবে পশ্চিমবঙ্গে নয়, বরং বিজেপি শাসিত রাজ্য হরিয়ানায়। জানা যাচ্ছে সেখানে প্রায় ৫২ লক্ষ মহিলা রয়েছেন যারা কম দামে গ্যাস পাওয়ার যোগ্য। যদিও এর জন্য আলাদা করে একটি রেজিস্ট্রেশন করতে হবে। কোথায় রেজিস্ট্রেশন করতে হবে? চলুন দেখে নেওয়া যাক।

আসলে সস্তায় গ্যাস সিলিন্ডার দেওয়ার জন্য হরিয়ানা সরকারের তরফ থেকে হর ঘর গৃহিনী যোজনা চালু করা হয়েছে। তাই সেখানেই নাম নথিভুক্ত করতে হবে। নিচে প্রকল্পে আবেদনের যোগ্যতা ও রেজিস্ট্রেশন পদ্ধতি জানানো হল।

সস্তার গ্যাস সিলিন্ডার প্রকল্পে আবেনদের জন্য যোগ্যতা

  • আবেদনকারীকে মহিলা ও হরিয়ানার স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • আবেদনকারী মহিলার পরিবারের বার্ষিক আয় ১.৮ লক্ষ টাকা বা তার কম হতে হবে।
  • পরিবারের সকলের পরিচয় পত্র, আবেদনকারীর আধার কার্ড, গ্যাসের বইয়ের কপি, রেশন কার্ড, ব্যাঙ্কের বইয়ের জেরক্স ও একটি চালু মোবাইল নাম্বার থাকতে হবে।
  • যিনি আবেদন করবেন তার কাছে আগে থেকেই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার পাওয়া গ্যাস কানেকশন থাকতে হবে।

আরও পড়ুনঃ বাড়ছে নিত্যপ্রয়োজনীয় ওষুধের দাম, প্রতিবাদে পথে নামার আহ্বান মুখ্যমন্ত্রীর

কিভাবে অনলাইনে নাম নথিভুক্ত করবেন?

নিচে দেওয়া পদ্ধতি মানলেই আপনি সস্তায় গ্যাস সিলিন্ডার পাওয়ার জন্য নিজের নাম নথিভুক্ত করতে পারবেন।

  • প্রথমেই হরিয়ানা সরকারের খাদ্য নাগরিক সরবরাহ ও ভোক্তা ওয়েবসাইট epds.harayanafood.gov.in এ চলে যেতে হবে। সেখান থেকে ‘Har Ghar Har Grihini Yojana’তে ক্লিক করতে হবে।
  • এবার একটি রেজিস্ট্রেশন ফর্ম অপশনে ক্লিক করুন ও আপনার পরিবারের পরিচয়পত্র  জানেন কি না ষ্ট সিলেক্ট করুন।
  • এরপর পরিচয়পত্রের নাম্বার ও ক্যাপচা লিখে ‘Send OTP’তে ক্লিক করতে হবে।
  • এবার ফোনে যে OTP এল সেটা দিয়ে নিজের ব্যক্তিগত তথ্য সঠিকভাবে দিয়ে ফর্ম ফিলাপ করতে হবে।
  • একইসাথে প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান করে আপলোড করে দিতে হবে। আর শেষে ‘Submit’ অপশনে ক্লিক করলেই নাম নথিভুক্ত হয়ে যাবে আর একটি রেজিস্ট্রেশন নাম্বার পাওয়া যাবে। এই নাম্বারটিকে সাবধানে রেখে দিন।
সঙ্গে থাকুন ➥