বাংলার উপর দিয়েই যায় ভারতের সবচেয়ে দীর্ঘতম রুটের ট্রেন, সেরা পাঁচ কারা? রইল তালিকা

List of India's Longest Train Routes

বাংলার উপর দিয়েই যায় ভারতের সবচেয়ে দীর্ঘতম রুটের ট্রেন, সেরা পাঁচ কারা? রইল তালিকা

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ যাতায়াতের একাধিক মাধ্যম থাকলেও সবচেয়ে কম খরচায় বেশি দূরত্ব যাওয়ার ক্ষেত্রেই ট্রেন মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত সকলের প্রথম পছন্দ। প্রতিদিন ১৩,০০০ এরও ট্রেন ভারতবর্ষের এক প্রান্তকে আরেক প্রান্তের সাথে যুক্ত করে চলেছে। তবে জানেন কি ভারতের সবচেয়ে দীর্ঘ বা লম্বা রুটির ট্রেন (India’s Longest Train Route) কোনগুলি? চলো আজকের প্রতিবেদনে দেখে নেয়া যাক সেই রোড ও তাতে চলা ট্রেন গুলি তালিকা।

ভারতের সবচেয়ে দীর্ঘতম ট্রেন রুটের তালিকা

পঞ্চম স্থানে রয়েছে কেরালা সম্পর্কক্রান্তি এক্সপ্রেস। এই ট্রেনটি কেরালার তিরুবনন্তপুরম থেকে যাত্রা শুরু করে পাঞ্জাব পর্যন্ত মোট ৩,৩৯৮ কিলোমিটার পথ অতিক্রম করতে সময় নেয় মোট ৫৪ ঘন্টা ২৫ মিনিট। যাত্রারই সময় মোট ২২টি স্টেশনে থামে।

চতুর্থ স্থানে রয়েছে শিলচর কোয়াম্বাটোর সুপারফাস্ট এক্সপ্রেস। যেটি শিলচর থেকে যাত্রা শুরু করে ও ৩,৪৯২ কিলোমিটার পথ পেরিয়ে থামে তামিলনাড়ুর কোয়াম্বাটোরে। যাত্রাপথে মোট সময় লাগে ৬৩ ঘন্টা ৫০ মিনিট। এই ট্রেনটি যাত্রা সময় পশ্চিমবঙ্গের খড়্গপুর, মালদা, বোলপুর ও জলপাইগুড়ি স্টেশনের উপর দিয়ে যায়।

তৃতীয় স্থানে রয়েছে ডিব্রুগড় এক্সপ্রেস। এটি আসামের তিনসুকিয়া থেকে মুম্বাইয়ের লোকমান্য তিলক টার্মিনাস অবধি যায়। এক্ষেত্রে ৩,৫৪৭ কিলোমিটার দীর্ঘ পথ অতিক্রম করতে সময় লাগে ৬০ ঘন্টা ১৫ মিনিট। যাত্রাপথে মোট ৫১ টি স্টেশন রয়েছে যার মধ্যে পশ্চিমবঙ্গের দুর্গাপুর, পুরুলিয়া, মালদা থেকে জলপাইগুড়ির মত স্টেশন রয়েছে।

দ্বিতীয় স্থানে রয়েছে হিমসাগর এক্সপ্রেস। ভারতের অন্যতম দীর্ঘ রুটের এই ট্রেনটি কন্যাকুমারী থেকে জম্মু-কাশ্মীর পর্যন্ত মোট ৩,৮০০ কিমি দূরত্বে যাতায়াত করে। এই সুবিশাল পথ অতিক্রম করতে ট্রেনটির ৭৩ ঘন্টা ৫ মিনিটের সময় লাগে। জানলে অবাক হবেন যাত্রা পথে বারোটি রাজ্যের উপর দিয়ে মোট ৭১টি স্টেশনে থেমে যাত্রা করে ট্রেনটি।

আরও পড়ুনঃ বাঁকুড়া থেকে হাওড়া যাওয়া এখন জলভাত, মসাগ্রাম হয়ে ট্রেন ছোটাবে রেলওয়ে! দেখুন টাইম টেবিল

ভারতের সবচেয়ে দীর্ঘ রুটের এক্সপ্রেস ট্রেন

এবার আসা যাক দেশের সবচেয়ে দীর্ঘতম রোটির ট্রেনের সম্পর্কে। দক্ষিণের কন্যাকুমারী থেকে শুরু করে ভারতের উত্তর পূর্বে আসাম পর্যন্ত মোট ৪,২০০ কিলোমিটার এর পথ অতিক্রম করেই এই ট্রেনটি। হ্যাঁ ঠিকই আন্দাজ করেছেন বিবেক এক্সপ্রেস এর কথাই বলছি। দীর্ঘ যাত্রাপথে মোট ৫০ টি স্টেশনে থেমে গন্তব্যে পৌঁছতি এই ট্রেনটির সময় লাগে ৮০ ঘন্টা।

সঙ্গে থাকুন ➥