পার্থ সারথি মান্না, কলকাতাঃ বর্তমানে শহর তো বটেই, গ্রামে গঞ্জেও প্রতিটা বাড়িতে রান্নার জন্য এলপিজি গ্যাসের ব্যবহার করা হয়। তাই প্রতিমাসে নির্দিষ্ট একটা খরচ থেকেই। সাধারণত মাসের শুরুতেই সেই মাসের জন্য ঘরোয়া ও ব্যবসায়িক LPG সিলিন্ডারের দাম নির্ধারণ করে দেওয়া হয়। এপ্রিলেও এর ব্যতিক্রম হয়নি, তবে আচমকাই ঘোষণা হল গ্যাসের দাম বৃদ্ধির (LPG Cylinder Price Hike)। কত টাকা বাড়ল দাম? জানতে আজকের প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।
বাড়ল রান্নার গ্যাসের দাম
এপ্রিল মাসের শুরুতে আমজনতার মুখে হাসি ফুটিয়ে কমানো হয়েছিল কমার্শিয়াল সিলিন্ডারের দাম। অপরিবর্তিত ছিল ঘরোয়া ১৪ কেজির সিলিন্ডারের দাম। তবে এবার একসপ্তাহ পেরোতেই বড়সড় ঝটকা দিল কেন্দ্রীয় সরকার।
সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী গ্যাসের দাম বৃদ্ধির কথা ঘোষণা করলেন। তাও অল্প স্বল্প নয়, এক ধাক্কায় ৫০ টাকা বাড়ল ঘরোয়া রান্নার গ্যাসের দাম। ফলে এবার থেকে ৮২৯ নয়, ৮৭৯ টাকা হয়ে গেল ১৪ কেজি সিলিন্ডারের দাম। আগামীকাল থেকেই নতুন দাম কার্যকর হবে। হুট করে দাম বেড়ে যাওয়ায় মধ্যবিত্ত পরিবারে যে চাপ পড়বে সেটা বলার অপেক্ষা রাখে না।
উজ্জ্বলা প্রকল্পেও মিলল না ছাড়
সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে ৮৭৯ টাকা দাম হলেও গরিব পরিবারের জন্য প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার দৌলতে সস্তায় গ্যাস সিলিন্ডার প্রদান করা হয় বা ৩০০ টাকা ভর্তুকি প্রদান করা হয়। তবে এবার জানা যাচ্ছে সাধারণ মানুষের মত, এই প্রকল্পের গ্যাসেরও দাম বাড়ছে।
এবার থেকে কত লাগবে নতুন গ্যাস সিলিন্ডারের জন্য?
অনেকেই ভাবছেন তাহলে কত টাকা দিতে হবে নতুন সিলিন্ডার নেওয়ার জন্য। কলকাতা বাসীদের বাড়িতে ব্যবহৃত ১৪ কেজি সিলিন্ডারের জন্য ৮২৯ টাকা দিতে হয়, সেটা বেড়ে এখন থেকে ৮৭৯ টাকা দিতে হবে। উজ্জ্বলা যোজনায় গ্যাস পেতেন তাদের সিলিন্ডার পিছু খরচ ৫০০ টাকা থেকে বেড়ে ৫৫০ টাকা হয়ে যাচ্ছে আগামী কাল থেকেই।
প্রসঙ্গত, শুধুই রান্নার গ্যাস নয়, পেট্রোল ও ডিজেলের দামেও কিছুটা পরিবর্তন আনা হয়েছে। পেট্রোলের ক্ষেত্রে আবগারি শুল্ক ২ টাকা করে বাড়িয়ে দেওয়া হয়েছে প্রতি লিটারে। এখনও পর্যন্ত প্রতি লিটারে ১৯.৯০ টাকা শুল্ক নেওয়া হাত সেটা আগামীকাল থেকে বেড়ে ২১.৯০ টাকা হয়ে যাচ্ছে।