পার্থ সারথি মান্না, কলকাতাঃ দেখতে দেখতে মার্চ মাস প্রায় শেষের পথে। তবে মার্চ মাসের সাথে আর্থিক বছরও শেষ হচ্ছে, ফলে বেশ কিছু নিয়ম ও কাজের পদ্ধতি পাল্টে যাবে যেগুলো সম্পর্কে আগে থেকেই জেনে রাখা উচিত। UPI থেকে শুরু করে LPG গ্যাসের দাম কি কি বদলাতে চলেছে আগামী ১লা এপ্রিল থেকে? চলুন দেখে নেওয়া যাক।
বদলে যাচ্ছে UPI ব্যবস্থারের নিয়ম
সবার দেখাদেখি UPI অ্যাকাউন্ট চালু করেছেন ঠিকই তবে সেটা ব্যবহার করছেন না? তাহলে ১লা এপ্রিলের পর থেকেই সাবধান! কারণ এবার থেকে যদি একটানা ১২ মাস UPI দিয়ে কোনো লেনদেন না হয়ে থাকে তাহলে ইউপিআই বন্ধ করে দেওয়া হবে। এমনকি আপনার যে UPI ID ছিল সেটাও হারিয়ে ফেলতে পারেন। তাই অন্তত একটা ট্রানজেকশন করতে ভুলবেন না।
বাধ্যতামূলক হচ্ছে প্যান আধার লিঙ্ক
দীর্ঘদিন ধরেই আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক করার জন্য বলা হচ্ছিল সরকারের তরফ থেকে। তবে এবার সেটা করতেই হবে, যদি না করেন তাহলে ১ লা এপ্রিল থেকে ডিভিডেন্ট বা ক্যাপিটাল গেইন থেকে TDS কাটা হবে আরো বেশি পরিমাণে। এখানেই শেষ নয়, Form 26AS থেকেও কোনো ক্রেডিট পাওয়া যাবে না। ফলে শেয়ারবাজার ও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীদের রিফান্ড পেতেও দেরি হবে।
পাল্টে যাচ্ছে কর ব্যবস্থা
১লা এপ্রিল থেকেই শুরু হচ্ছে নতুন অর্থবর্ষ, আর সেই সাথেই পাল্টে যাবে কর ব্যবস্থা। অবশ্য চাইলে আপনি আগের ট্যাক্স রিজিমে ফাইলিং করতেই পারেন। এক্ষেত্রে আপনাকে আলাদা করে অ্যাপ্লাই করতে হবে, না হলে অটোমেটিক নতুন কর ব্যবস্থায় ফাইলিং হয়ে যাবে।
LPG গ্যাস, জ্বালানি তেল ও CNG এর দামের পরিবর্তন
প্রতিমাসের পয়লা তারিখে জ্বালানি ও বাড়িতে ব্যবহৃত LPG গ্যাসের দাম পরিবর্তিত হয়। ইমসেও তার ব্যতিক্রম হবে না। নতুন মাস পড়তেই গ্যাসের দাম বাড়ানো হল না কমানো হল জানা যাবে। এছাড়া জ্বালানির ক্ষেত্রে CNG ও এভিয়েশন ফুয়েলের দামও পরিবর্তিত হবে।
আরও পড়ুনঃ একবার টিকিট কেটেই ঘুরুন ২ জায়গায়, খরচও হবে কম! কিভাবে? দেখুন রেলের নিয়ম
ডিম্যাট ও মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও বড় বদল
আগামী ১ লা এপ্রিল থেকেই SEBI ডিম্যাট ও মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কিছু নতুন নিয়ম চালু করছে। এখন থেকে KYC-তে নমিনি উল্লেখ বাধ্যতামূলক। যদি সেটা না করা হয় তাহলে অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হতে পারে।
এই ছিল আগামী মাসের শুরুতেই হতে চলা পরিবর্তনের তালিকা। নিজেকে আগে থেকেই প্রস্তুত রাখার জন্য এগুলি একবার জেনে নিন, ও পারলে প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর এই ধরণের খবরের আপডেট পেতে চোখ রাখুন Newzshort এর পেজে।