পার্থ সারথি মান্না, কলকাতাঃ সরকারি চাকরি হোক বা প্রাইভেট চাকরি অবসরের পর নিশ্চিন্তে জীবন কাটানোর জন্য ইপিএফও চালু করা হয়েছে। এক্ষেত্রে প্রতি মাসে বেতনের থেকে কিছু টাকা কেটে জমা করা হয় প্রভিডেন্ট ফান্ডে। যেখানে জমা হওয়া টাকার উপর সাধারণত ব্যাংকে দেওয়া সুদের তুলনায় অনেকটা বেশি সুদ দেওয়া হয়। শুধু তাই নয়, এই টাকা চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে। যার ফলে রিটায়ারমেন্ট বা অবসরের সময় একটা মোটা অংকের টাকা পাওয়া যায়। সম্প্রতি EPFO সহ একাধিক সঞ্চয়ী প্রকল্পের নতুন সুদের হার ঘোষণা করল সরকার।
EPFO সহ সঞ্চয়ী প্রকল্পের সুদের হার ঘোষণা সরকারের
এ পর্যন্ত ৮.২৫ শতাংশ সুদ পাওয়া যেত EPFO এর উপর। এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসেই সুদের হার ৮.১৫ শতাংশ থেকে বাড়িয়ে ৮.২৫ শতাংশ করা হয়েছিল। এবার সেই সুদের হারকেই বজায় রাখা হল। যার ফলে কিছুটা হলেও স্বস্তি পেল চাকরিজীবীরা।
এর আগে ২০২২ সালের মার্চ মাসে ইপিএফও এর প্রভিডেন্ট ফান্ডে সুদ কমানোর ঘোষণা করেছিল কেন্দ্র সরকার। যার ফলে সাত কোটিরও বেশি ইপিএফও উপভোক্তারা একপ্রকার হতাশ হয়ে গিয়েছিল।
খুশি সাত কোটিরও বেশি EPFO উপভোক্তারা
আজ অর্থাৎ শুক্রবার ইপিএফও এর সর্বোচ্চ সিদ্ধান্ত নেওয়ার সংস্থা সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ এর বৈঠক আয়োজিত হয়েছিল। সেখানেই ইপিএফ এর ওপর লাগু হওয়া সুদের হার ৮.২৫ শতাংশ বজায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এদিন শুধুমাত্র ইপিএফও নয়, একই সাথে এপ্রিল থেকে জুন কোয়ার্টারের জন্য পিপিএফ ন্যাশনাল সেভিং সার্টিফিকেট সহ আরো কিছু প্রকল্পের সুদের হার ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুনঃ কলকাতায় বসেই ঘুরুন সুন্দরবন, চারদিনের জন্য মহা-সুযোগ! দেখুন কিভাবে
সরকারের সঞ্চয়ী প্রকল্পের সুদের হার
- সুকন্যা সমৃদ্ধি প্রকল্পে সুদের হার ৮.২% বজায় থাকবে।
- PPF বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড এর ক্ষেত্রে সুদের হার ৭.১% বজায় থাকবে।
- কিষান বিকাশ পত্র প্রকল্পে যদি কেউ টাকা রাখেন সেক্ষেত্রে ১১৫ মাসের ম্যাচিওরিটির ক্ষেত্রে ৭.৫% সুদ পাওয়া যাবে।
- ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট এর ক্ষেত্রে ৭.৭ শতাংশ হিসাবে সুদ পাওয়া যাবে।