মার্জ হবে ১৫টি ব্যাঙ্ক, বিরাট সিদ্ধান্ত সরকারের, দেখুন আপনার অ্যাকাউন্ট আছে কি না?

Regional Rural Bank Merger

মার্জ হবে ১৫টি ব্যাঙ্ক, বিরাট সিদ্ধান্ত সরকারের, দেখুন আপনার অ্যাকাউন্ট আছে কি না?

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ ভবিষ্যতের সঞ্চয় হোক বা বিনিয়োগ, টাকা নিরাপদভাবে রাখার জন্য আজও ব্যাঙ্কের উপরেই ভরসা করেন সিংহভাগ মানুষ। তবে বিগত কয়েক বছরে একাধিকবার শোনা গিয়েছে ‘ব্যাঙ্ক মার্জার’ শব্দটি। যার অর্থ হল দুই বা তারও বেশি ব্যাঙ্ক একসাথে মিশে যাচ্ছে। সম্প্রতি জানা গেল প্রায় ১৫টি গ্রামিক ব্যাঙ্ক মার্জার হতে চলেছে। কোনো কোন ব্যাঙ্ক রয়েছে এই তালিকায়? জানতে হলে আজকের প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।

ফের মার্জার হবে ১৫টি ব্যাঙ্কের

সম্প্রতি জানা যাচ্ছে, অর্থ মন্ত্রকের তরফ থেকে শীঘ্রই ‘ওয়ান স্টেট ওয়ান আরআরবি’ লঞ্চ করা হচ্ছে। মূলত রিজিওনাল রুরাল ব্যাঙ্কগুলির অপারেশনাল এফিসিয়েন্সি ও খরচ উন্নত করার জন্যই এমনটা করা হবে। বর্তমানে যেখানে ৪৩ টি রুরাল রিজিওনাল ব্যাঙ্ক রয়েছে সেই সংখ্যা ২৮ এ নামিয়ে আনা হবে।

সূত্রমতে, মার্জিয়ের বেশিরভাগ কাজই শেষ হয়েগিয়েছে এবং চতুর্থ ধাপের মার্জার পক্রিয়া খুব শীঘ্রই শুরু হবে। অর্থ মন্ত্রকের মতে, এবার ১৫টি আরআরবি মার্জ করা হবে, যা বিভিন্ন রাজ্যে অবস্থিত।

কোন জেলার কটি ব্যাঙ্ক মার্জার হবে?

এই খবর প্রকাশ্যে আসার পর অনেকেই চিন্তায় পড়ে গিয়েছেন কোন রাজ্যের কটি ব্যাঙ্ক রয়েছে তালিকায়। নিচে সেই তালিকা দেওয়া হল।

অন্ধ্রপ্রদেশের চারটি, উত্তরপ্রদেশের ৩টি, পশ্চিমবঙ্গের তিনটি, বিহার, জম্মু কাশ্মীরের, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশা ও রাজস্থানের দুটি করে ব্যাঙ্ক।

উন্নত হচ্ছে রিজিওনাল রুরাল ব্যাঙ্কের পরিস্থিতি

আসলে ২০২১-২২ অর্থবর্ষেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি ৫৪৪৫ কোটি টাকার উন্নয়নশীল তহবিল তৈরী সিদ্ধান্ত নেওয়া হয় দুই বছরের মধ্যে। এরপর ধীরে ধীরে গ্রামীণ ব্যাঙ্কগুলিতে পরিস্থিতি উন্নত হতে থাকে। ২০২৩-২৪ অর্থবর্ষে সব মিলিয়ে ৭,৫৭১ কোটি টাকার প্রফিট হয়েছিল এই ব্যাঙ্কগুলিকে মিলিয়ে। যেটা ক্যাপিটাল এডিকেসি রেশিওও এর ১৪.২ শতাংশ।

প্রসঙ্গত, ১৯৭৬ সালে ছোট চাষিদের লোন ও অন্যান্য ব্যাঙ্কিং সুবিধা প্রদানের জন্যই রিজিওনাল রুরাল ব্যাঙ্ক শুরু হয়। এরপর ২০০৪-০৫ সাল থেকেই কেন্দ্র সমস্ত রিজিওনাল রুরাল ব্যাঙ্কিং একত্রিত করতে চাইছে। যার ফলে দেশের মোট ১৯৬টি আলাদা আরআরবি বর্তমানে ৪৩টি হয়ে গিয়েছে।  তবে এবার সেটিকে আরও কমিয়ে মাত্র ২৮টি করে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।

সঙ্গে থাকুন ➥