মাত্র ২ ঘন্টায় হাওড়া টু বারাণসী, কবে থেকে চালু বুলেট ট্রেন? বড় আপডেট দিল ভারতীয় রেল

Varanasi to Howrah Bullet Train

মাত্র ২ ঘন্টায় হাওড়া টু বারাণসী, কবে থেকে চালু বুলেট ট্রেন? বড় আপডেট দিল ভারতীয় রেল

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ প্রতিদিন ভারতীয় রেলের দৌলতে লক্ষ লক্ষ মানুষ দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যাচ্ছেন। কারণ এটাই যাতায়াতের সবচেয়ে সস্তা ও আরামদায়ক মাধ্যম। তবে এক্সপ্রেস ট্রেন ছাড়াও একাধিক সুপারফাস্ট ট্রেন বা বন্দে ভারতের মত অত্যাধুনিক ট্রেন চালু করা হয়েছে।  আর এবার বুলেট ট্রেন চালুর প্রস্তুতি নিচ্ছে ভারতীয় রেল। যার ফলে বারাণসী থেকে হাওড়া পর্যন্ত ৭৬০ কিলোমিটারের পথ অতিক্রম করা যাবে মাত্র দু ঘন্টায়।

মাত্র দু ঘন্টায় বারাণসী থেকে হাওড়া

আসলেই মহারাষ্ট্র থেকে গুজরাট পর্যন্ত বুলেট ট্রেন চালানোর পরিকল্পনা আগেই নেওয়া হয়েছে। সেই মতো শুরু হয়েছে লাইন পাতার কাজও।  যদিও খরচ প্রতিনিয়ত বেড়েই চলেছে তবে পরিকল্পনা থেকে পিছু হটতে নারাজ সরকার। জানা যাচ্ছে, আগামী দিনে বারাণসী থেকে পাটনা হয়ে হাওড়া পর্যন্ত বুলেট ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে ভারতীয় রেলের।

বারানসি থেকে হাওড়া পর্যন্ত যে রুট চালু করার কথা বলা হচ্ছে তার দূরত্ব মোট ৭৬০ কিলোমিটার। এর মাঝে বুলেট ট্রেনটি বারাণসী, বক্সার, আরা, পাটনা, গয়া, ধানবাদ, আসানসোল, দুর্গাপুর, বর্ধমান ও হাওড়া স্টেশনে থামবে। শুরু থেকে শেষ পর্যন্ত এই যাত্রার জন্য সময় লাগবে মাত্র দু ঘন্টা। এলিভেটেড ট্র্যাকের মাধ্যমে যাত্রার সময় এই বুলেট ট্রেনের গড় গতিবেগ হবে ২৬০ কিলোমিটার প্রতি ঘন্টা। 

রেলের তরফ থেকে জানা যাচ্ছে এই রুটের জন্য সমীক্ষা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। এমনকি ডিটেল প্রজেক্ট রিপোর্ট বা DPR-ও জমা পড়ে গিয়েছে। রেলের আধিকারিকরা সেটাই খতিয়ে দেখছেন কতটা জমি লাগবে ও কিভাবে লাইন পাতার কাজ করা হবে। 

আরও পড়ুনঃ নববর্ষের আগেই মহার্ঘ ইলিশ! বাংলাদেশেই দাম উঠল লাখে, রফতানি না বিক্রেতা ও সংগঠনের

কবে চালু হবে বুলেট ট্রেন?

যদিও এই মুহূর্তে নির্দিষ্ট করে কোন তারিখ ঘোষণা করা হয়নি তবে ২০২৭ সালের মধ্যেই যাত্রী পরিবহনের জন্য বুলেট ট্রেনের রুট চালু হয়ে যাবে বলে জানা যাচ্ছে। চালু হওয়ার পর বুলেট ট্রেনের সর্বোচ্চ গতিবেগ ৩৫০ কিলোমিটার প্রতি ঘন্টা অবধি হতে পারে বলে মনে করা হচ্ছে। ফলে একদিকে যেমন যাত্রার সময় অনেকটাই কমে যাবে তেমনি পর্যটন শিল্পের ক্ষেত্রেও অনেকটাই সুবিধা হবে। 

সঙ্গে থাকুন ➥