Airtel, Jio সবাই ফেল, এবার মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা! ধামাকা রিচার্জ আনল BSNL

BSNL

Airtel, Jio সবাই ফেল, এবার মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা! ধামাকা রিচার্জ আনল BSNL

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ বর্তমানে মোবাইল আর শখ নয় বরং অত্যাবশকীয় জিনিসে পরিণত হয়েছে। পড়াশোনা থেকে শুরু করে ব্যাঙ্কিং যে কোনো কাজের ক্ষেত্রেই মোবাইল লাগে। এমনকি সরকারি প্রকল্পের জন্যও মোবাইল নাম্বার নথিভুক্ত করতে হয়। কিন্তু বাড়তে থাকা রিচার্জের দামের জেরে রীতিমত জেরবার সাধারণ মানুষ। তাই এবার সস্তায় ধামাকা অফার নিয়ে হাজির বিএসএনএল (BSNL)।

সস্তায় দুর্দান্ত রিচার্জ প্ল্যান আনল BSNL

আর পাঁচটা টেলিকম কোম্পানি যখন বেশি লাভের আশায় রিচার্জের দাম বাড়িয়ে চলেছে সেখানে BSNL এর প্লানের দাম একই রাখা হয়েছে। কোনোরকম দাম বাড়ানো তো হয়ইনি উল্টে আরও একাধিক ধামাকা প্ল্যান লঞ্চ করা হয়েছে। কত টাকার রিচার্জ আর কি কি সুবিধা যাওয়া যাবে? চলুন জেনে নেওয়া যাক।

BSNL Rs 251 টাকার রিচার্জের সুবিধা

আপনি যদি ২৫১ টাকার রিচার্জ করেন তাহলে আপনাকে ২৫১ জিবি ডেটা দেওয়া হবে। অর্থাৎ ১ জিবি ডেটা মাত্র ১ টাকায় পাওয়া যাবে। যেটা আর পাঁচটা নেটওয়ার্কে ভাবাই যায় না। তবে এই প্ল্যানটি একটি ভ্যালিড রিচার্জ প্ল্যান থাকলে তবেই কাজ করবে। আর ২৫১ জিবি ডেটার বৈধতা থাকবে ৬০ দিন অবধি।

এই রিচার্জ মূলত বেশি ডেটা ব্যবহারকারী গ্রাহকদের কথা মাথায় রেখেই বানানো হয়েছে। অন্যান্য যে কোনো অপারেটরে যেখানে প্রতিজীবী খরচ ৫ -৬ টাকা সেখানে মাত্র ১ টাকায় ১ জিবি ডেটা দিয়ে রীতিমত তাকে লাগিয়ে দিয়েছে বিএসএনএল। এছাড়া ইতিমধ্যেই নতুন টাওয়ার বসানো ও 4G নেটওয়ার্ক চালু করার কাজ করা হচ্ছে।

আরও পড়ুনঃ আগামী ৩ মাসের মধ্যেই হবে নিয়োগ, কারা আবেদন যোগ্য? জানুন সুপ্রিম কোর্টের নির্দেশ

প্রসঙ্গত, গতবছর জুলাই মাসে Jio, AIrtel ও VI তাদের রিচার্জের দাম বৃদ্ধির কথা ঘোষণা করে। তারপরেই হু হু করে বাড়তে থাকে বিএসএনএল সিমকার্ডের বিক্রি। গ্রাহকদের আরও উন্নত পরিষেবা দেওয়ার জন্য ১ লক্ষ নতুন টাওয়ার বসানোর পাশাপাশি 4G ও 5G সার্ভিস চালুর প্রস্তুতিও নিচ্ছে BSNL। তবে গ্রাহক সংখ্যা না বাড়লে কিছুটা চাপ বাড়তে পারে সরকারি এই টেলিকম কোম্পানির উপরে।

সঙ্গে থাকুন ➥