পার্থ সারথি মান্না, কলকাতাঃ সপ্তাহান্তের ছুটি হোক বা হটাৎ করে ঘুরতে যাওয়ার প্ল্যান বাঙালির সবচেয়ে প্রিয় আর বাজেটের মধ্যে সেরা ডেস্টিনেশন হল দিঘা। তবে একসময় শুধুমাত্র সমুদ্র আর বিচের জন্য জনপ্রিয় থাকলেও দিঘায় এখন দেখার মত অনেক কিছুই রয়েছে। এপ্রিল মাসেই উদ্বধোন হতে চলেছে জগন্নাথ মন্দিরের। এরই মাঝে এল দারুণ খবর, এবার আস্ত একটা ওয়াটার পার্ক তৈরি হবে দিঘায় (Digha Water Park)। একবার তৈরি হয়ে গেলে গোয়াকে টেক্কা দেওয়ার মত হয়ে যেতে পারে দিঘা।
দিঘায় তৈরি হবে ওয়াটার পার্ক
আসলে বর্তমানে জগন্নাথ মন্দিরের কাজ একেবারে শেষ পর্যায়ে। তাই কাজের খোঁজ নিতে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মন্দির উদ্বোধনের আগেই আরও একটি সুখবর মিলেছে। জানা যাচ্ছে, দিঘায় পর্যটকদের সংখ্যা যাতে আরো বাড়ানো যায় তার জন্য ওয়াটার পার্ক তৈরির সিধান নেওয়া হয়েছে দিঘা-শঙ্করপুর উন্নয়ন সংস্থা বা DSDA এর তরফ থেকে। কি কি থাকবে এই পার্কে? আর কোথায় হবে? চলুন দেখে নেওয়া যাক।
কোথায় হবে দিঘার ওয়াটার থিম পার্ক ও থাকবে কী কী?
জানা যাচ্ছে, জাহাজবাড়ির সামনে বিচের দিকে যে রাস্তা রয়েছে সেখানেই একটি বড় খালি জায়গা রয়েছে। সেখানেই থিম পার্ক তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমদ্যুতেই ডিটেল প্রজেক্ট রিপোর্ট তৈরির কাজও শুরু হয়ে গিয়েছে। আরও জানা যাচ্ছে, কলকাতার নিউটাউনে ও নিকো পার্কের আদলেই তৈরি করা হবে পার্কটিকে। যেখানে রাইডের পাশাপাশি একাধিক ওয়াটার অ্যাকটিভিটির আনন্দ উপভোগ করতে পারবেন পর্যটকেরা।
যদিও নিউ দিঘায় ইতিমধ্যেই ঢেউ সাগর রয়েছে, যেটা পর্যটকদের কাছে একটা অন্যতম আকর্ষণের কারণ। তবে, পরিবেশ রক্ষার মামলায় ঢেউ সাগর বন্ধ করে সেই জায়গাটিকে পূর্ববর্তী অবস্থায় ফেরানোর জন্য আদেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে। তাই দিঘায় নতুন ওয়াটার থিম পার্ক হলে যে ভালোই হবে সেটা বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুনঃ এই কর্মীদের বেতন হবে ৫৭০০০! DA বৃদ্ধির আগেই বড় খবর
কবে জনসাধারণের জন্য খোলা হবে ওয়াটার পার্ক?
বর্তমানে জগন্নাথ মন্দিরের কাজের উপরেই সবচেয়ে বেশি ফোকাস রয়েছে তাই ওয়াটার পার্ক তৈরির কাজ কিছুটা দেরি হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে মন্দির তৈরি হয়ে গেলে দ্রুত ওয়াটার পার্কার কাজ শেষ করা হবে। এর ফলে একদিকে যেমন পর্যটন শিল্পের ব্যাপক উন্নতি হবে তেমনি স্থানীয় মানুষের কর্মসংস্থানও বাড়বে। এই প্রসঙ্গে দিঘা-শঙ্করপুর উন্নয়ন সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক জানান, ওয়াটার পার্ক তৈরির জন্য DPR তৈরির কাজ চলছে। মন্দিরের উদ্বোধনকে সামনে রেখে অন্যান্য কাজ চলছে তাই সময় লাগছে। আগামীতে দ্রুত কাজ শেষ করা হবে।