পার্থ সারথি মান্না, কলকাতাঃ দেখতে দেখতে আরও একটা অর্থবর্ষ ২০২৪-২৫ এর অন্তিম লগ্নে এসে পৌঁছেছি আমরা সকলেই। এই সময় ব্যবসায়িক ক্ষেত্রে কাজের চাপ অনেকটাই বেড়ে যায়। তবে এবছর আর্থিক বছর শেষের আগে ও পরেই রয়েছে একঝাঁক ছুটি। তাই এবার সরকারি কর্মীদের জন্য জারি হল নয়া নির্দেশিকা। আসছে শনিবার ছুটি নয়, বরং অফিসে হাজিরা দিয়ে কাজ করতে হবে কর্মীদের।
শনিবারেও খোলা সরকারি অফিস জারি হল বিজ্ঞপ্তি
আসলে আজ অর্থাৎ বৃহস্পতিবার হরিচাঁদ ঠাকুরের জন্মদিন উপলক্ষে ছুটি রয়েছে রাজ্য সরকারি কৰ্মীদের। এরপর শনি ও রবি অর্থাৎ ২৯ ও ৩০ তারিখ সাপ্তাহিক ছুটি। এমনকি তারপর সোম ও মঙ্গলবারও ঈদের কারণে ছুটি থাকবে সমস্ত অফিস। তাই অর্থ দফতরের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে আর্থিক লেনদেনের সমস্ত কাজ ২৯শে মার্চের মধ্যেই শেষ করতে হবে।
থাকছে অনলাইনে কাজ মেটানোর সুবিধা
যদিও এই সিদ্ধান্ত যে একেবারে নতুন তেমনটা একেবারেই নয়। অর্থ দফতরের আধিকারিকদের মতে, আর্থিক বছরের শেষ দিন শনি বা রবিবার হলে অতিরিক্ত কাজ করতেই হয়। তাই এতে খুব একটা অবাক হওয়ার মত কিছু নেই। অবশ্য এক্ষেত্রে বিগত কয়েক বছর ধরে অনলাইনের মাধ্যমে আর্থিক লেনদেনের সুবিধা চালু করা হয়েছে। তাই চাইলে ৩১ শে মার্চ রাত্রি ১২ টার আগে যখন হোক কাজ মিটিয়ে নেওয়া যাবে।
আরও পড়ুনঃ মদের বোতলে বিরাট অফার, একটা নিলে আরেকটা ফ্রি! উপচে পড়া ভিড় সামলাতে হাজির পুলিশ
তবে, অফলাইনে যদি কোনো আর্থিক লেনদেনের কাজ থাকে সেক্ষেত্রে শুক্রবার না হলেও শনিবারের মধ্যেই কাজ মেটাতে হবে। নাহলে এই আর্থিক বছরে আর কাজ হবে না। সেক্ষেত্রে পরবর্তীতে সমস্যায় পড়তে হতে পারে। আসলে রাজ্যের উন্নয়নের কাজের সাথে অর্থ দফতরের যোগাযোগ থাকার কারণেই এই কড়াকড়ি করা হয়েছে বলে মনে করা হচ্ছে।