পার্থ সারথি মান্না, কলকাতাঃ দুর্গাপুজো আসতে এখনো ঢের দেরি। বর্তমানে চৈত্র সেলের মজা নিয়ে পয়লা বৈশাখের অপেক্ষায় দিন গুনছে বাঙালি। তবে এরই মাঝে এক অদ্ভুত খুশির মুহূর্ত উপহার পেয়েছে গোটা বিশ্ব। ৮ দিনের বদলে ৯ মাসের বেশি সময় কাটিয়ে পৃথিবীতে ফিরেছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক সুনীতা ইউইলিয়ামস। এর পরেই বড় ঘোষণা এল কলকাতার জনপ্রিয় ক্লাব সন্তোষ মিত্র স্কয়ারের লেবুতলা পার্কের তরফ থেকে।
৬ মাস আগেই দুর্গাপুজোর থিম জানাল লেবুতলা পার্ক
সন্তোষ মিত্র স্কোয়ারের লেবুতলা পার্ক দুর্গাপুজোর সাথে বিজেপি নেতা সজল ঘোষ বেশ জড়িত বা উদ্যোক্তা। আর তার কথাতেই ইঙ্গিত মিলল যে এবছর দুর্গাপুজোর থিম হতে চলছে মহাকাশ। ইতিমধ্যেই নাকি প্রাথমিক আলোচনাও সারা হয়ে গিয়েছে। তাই এবছর পুজোয় সমস্ত বাঙালিই চাইলে মহাকাশ দর্শন করতে পারবেন এমনটাই আশা করা যাচ্ছে।
এদিন সজল ঘোষনা জানান, সুনীতাদের এই সফরকে আমরা নিজেদের থিমের মধ্যে দিয়ে উৎযাপন করতে চাই। প্রাথমিক আলোচনা ইতিমধ্যেই সাড়া হয়ে গিয়েছে। বাকি জিনিস পুজোর মণ্ডপে এলেই দেখা যাবে!’
বাংলায় দুর্গাপুজোর থিম মহাকাশ
আসলে কলকাতার জনপ্রিয় পুজো প্যান্ডেলগুলির মধ্যে প্রতিবছরই নানা ধরণের থিম দেখতে পাওয়া যায়। আলোক সজ্জা থেকে থিম এছাড়াও প্রতিমায় কে কাকে টেক্কা দেবে সেই প্রতিযোগিতা লেগেই থাকে। এদিকে এবছর ৯০ বছরে পা দেবে লেবুতলা পার্কের দুর্গাপুজো। তাই এবছর আন্তর্জাতিক স্পেস স্টেশন বা ISS এর আদলে তৈরি হবে পুজো মন্ডপ এমনটাই ইঙ্গিত মিলল সজলবাবুর কথায়।
আরও পড়ুনঃ ‘অফিস থেকে সোজা জেল’, পুরসভার অফিসারকে হুঁশিয়ার হাইকোর্টের প্রধান বিচারপতির
মণ্ডপে কিভাবে সুনীতারা ৯ মাস মহাকাশে কাটিয়েছিলেন সেটা যেমন তুলে ধরা হবে, তেমনি কেমন দেখতে হয় ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন সেটারও এক ঝলক পাওয়া যাবে। তাই এবার অপেক্ষা পুজোর দিন কাছে আসর, তাহলেই মিলবে মহাকাশ ভ্রমণের সুযোগ।