বিশ্বের সবচেয়ে ধনী ১০ ব্যক্তির তালিকা থেকে আউট আম্বানি! টেক্কা দিচ্ছে আদানি

Mukesh Ambani not in World's Richest 10 Persons

বিশ্বের সবচেয়ে ধনী ১০ ব্যক্তির তালিকা থেকে আউট আম্বানি! টেক্কা দিচ্ছে আদানি

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ প্রতিবছর বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকা প্রকাশ করা হয় হুরুন গ্লোবাল রিচ লিস্টে। তবে ২০২৫ সালের যে টাকা প্রকাশ্যে এসেছে তাতে রীতিতে চমক রয়েছে। বিশ্বের সর্বোচ্চ ১০ ধনী ব্যক্তিদের তালিকাতেই নেই মুকেশ আম্বানি। কিন্তু হটাৎ কেন গরিব হলেন আম্বানি? তাছাড়া ভারতের সেরা দশেই বা রইল কারা? জানতে হলে প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।

বিশ্বের সেরা ধনীর তালিকা থেকে বাদ পড়ল আম্বানির নাম

যেমনটা জানা যাচ্ছে, ২০২৪ এর তুলনায় এবহকার অর্থাৎ ২০২৫ সালে প্রায় ১ লক্ষ কোটি টাকা কমে গিয়েছে মুকেশ আম্বানির সম্পত্তি। যার ফলে সর্বোচ্চ ধনীর তালিকা থেকে বাদ পড়ল নাম। কিন্তু হটাৎ কেন কমল সম্পত্তি? জানা গিয়েছে সম্ভাব্য কারণও।

সূত্রমতে, রিলিয়ান্স ইন্ডাস্ট্রির ব্যবসায়িক ক্ষেত্রে আসতে থাকা বাধাগুলিই মূলত সম্পত্তি হ্রাস পাওয়ার কারণ। এনার্জি ও খুচরো ব্যবসার ক্ষেত্রে গতবছরের তুলনায় মতের উপর রেভেনিউ কমেছে। তাছাড়া বাড়তে থাকা ঋণের বোঝা ও স্লো ইকোনোমিক গ্রোথের জেরেও কোম্পানির বাজারমূল্যের উপর প্রভাব পড়েছে। এই সমস্ত কারণেই বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকা থেকে বাদ পড়েছেন মুকেশ আম্বানি। যদিও এশিয়ার সবচেয়ে ধনীদের তালিকাতে এখনও রয়েছেন তিনি।

বর্তমানে মুকেশ আম্বানির মোট সম্পত্তির পরিমাণ ৮ লক্ষ ৬০ হাজার কোটি টাকা। তবে এবার ডিজিটাল প্ল্যাটফর্ম ও পুনর্নবীকরণযোগ্য শক্তির দিকে মনোনিবেশ করেছে রিলায়েন্স। এই সেক্টরগুলিতেই গ্রোথ স্লো হয়ে গিয়েছে।

সম্পত্তি বাড়ছে গৌতম আদানির

আম্বানির সম্পত্তি কমলেও এবছর ১৩% বেড়েছে গৌতম আদানির সম্পত্তি। হিসেবে অনুযায়ী বর্তমানে তিন ভারতের দ্বিতীয় ধনীতম ব্যক্তি, যার সম্পত্তি প্রায় ৮ লক্ষ ৪০ হাজার কোটি টাকা। বন্দর থেকে মিডিয়া, সিমেন্ট থেকে কনস্ট্রাকশনের মত একাধিক কোম্পানি রয়েছে আদানি গ্রূপের। যার জেরে প্রতিবছরই হু হু করে বাড়ছে সম্পত্তি। এবার নিশ্চই ভাবছেন তাহলে ভারতের ১০ সবচেয়ে ধনী ব্যক্তি কারা? চলুন দেখে নেওয়া সেই তালিকা।

ভারতের সবচেয়ে ধনী ১০ ব্যক্তির তালিকা

১।  প্রথমে আসে মুকেশ আম্বানির নাম -বর্তমানে তার সম্পত্তির পরিমাণ প্রায় ৮.৪ লক্ষ কোটি টাকা।

২। দ্বিতীয় নম্বরে রয়েছেন গৌতম আদানি। বর্তমানে তার সম্পত্তির পরিমাণ ৮.৪ লক্ষ কোটি টাকা।

৩। তৃতীয় স্থানে রয়েছেন রোশনি নাদর ও তাঁর ফ্যামিলি। নয়া দিল্লির এই পরিবারের সম্পত্তির পরিমাণ প্রায় ৩.৫ লক্ষ কোটি টাকা।

৪। চতুর্থ স্থানে রয়েছেন দিলীপ সাংঘভি যার সম্পত্তির পরিমাণ ২.৫ লক্ষ কোটি টাকা।

৫। পঞ্চম স্থানে রয়েছেন, অজিম প্রেমজি, বর্তমানে তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় ২.২ লক্ষ কোটি টাকা।

আরও পড়ুনঃ মদের বোতলে বিরাট অফার, একটা নিলে আরেকটা ফ্রি! উপচে পড়া ভিড় সামলাতে হাজির পুলিশ

৬। ষষ্ঠ স্থানে রয়েছেন কুমার মঙ্গলম বিরল ও তার পরিবার। বর্তমানে তাঁদের সম্পত্তির পরিমাণ প্রায় ২ লক্ষ কোটি টাকা।

৭। সপ্তমস্থানে রয়েছেন সাইরাস এস পুনাওয়ালা, যাঁর মোট সম্পত্তির পরিমাণ ২ লক্ষ কোটি টাকা।

৮। অষ্টম স্থানে রয়েছেন, নিরাজ বাজাজ, বাজাজ আটোর মালিকের বর্তমান সম্পত্তি প্রায় ১.৬ লক্ষ কোটি টাকা।

৯। নবম স্থানে আছেন রবি জয়পুরিয়া ও তার পরিবার। আরজে কর্পের মালিক এই পরিবারের মোট সম্পত্তির পরিমাণ ১.৪ লক্ষ কোটি টাকা।

১০। দশম স্থানে রয়েছেন রাধাকিষণ দমানি, যার সম্পত্তির পরিমাণ প্রায় ১.৪ লক্ষ কোটি টাকা।

সঙ্গে থাকুন ➥