পার্থ সারথি মান্না, কলকাতাঃ এ আর রহমান, নামটা সকলের কাছেই অতি পরিচিত। নিজের কন্ঠের জাদুতে মন্ত্রমুগ্ধ করেছেন তিনি কোটি কোটি ভারত তথা বিশ্ববাসীকে। তবে সম্প্রতি খবর মিলেছে হাসপাতালে ভর্তি হয়েছেন গায়ক এ আর রহমান। আজ অর্থাৎ রবিবার সকাল ৭টা বেজে ৩০ মিনিটে তাকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে বলে জানা যাচ্ছে।
হাসপাতালে অস্কার জয়ী শিল্পী এ আর রহমান
বর্তমানে অস্কার জয়ী এই শিল্পীর বয়স ৫৭ বছর। আজ সকালে হটাৎই তাঁর বুকে ব্যাথা শুরু হয়ে বলে জানা যায়। এরপর তড়িঘড়ি একটি নামী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ভর্তি হওয়ার পর প্রথমেই তাঁর অ্যাঞ্জিওগ্রাফি করা হয়েছে। এরপর ECG থেকে শুরু করে ইকো কার্ডিওগ্রাম সহ অন্যান্য পরীক্ষাও করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর তাঁর চিকিৎসার জন্য একটি বিশেষ টিম তৈরী করা হয়েছে। প্রিয় শিল্পীর হাসপাতালে ভর্তি হওয়ার খবরে একদিকে যেমন চমকে গিয়েছেন তেমনি চিন্তায় রয়েছেন অনুরাগীরা। সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।
গতবছরই স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন এ আর রহমান
গতবছর সবাইকে চমকে দিয়ে ২৯ বছরের দাম্পত্য জীবনে ইতি ঘোষণা করেছিলেন গায়ক তথা সংগীত পরিচালক। স্ত্রী সায়রা বানুর সাথে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত যে সহজ ছিল না তা স্বীকার করেছেন তাঁর আইনজীবীও। তবে শেষ অবধি নিজেদের অতীতকে পিছনে ফেলে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন দুজনে।
প্রিয় একজন গায়ক তথা শিল্পীর এহেন বিচ্ছেদের খবর অনেকেই মেনে নিতে পারেননি। এমনকি এ আর রহমান নিজেও একটি পোস্টে জানান, অন্তত ৩০টা বছর একসাথে কাটাতে পারলে হয়তো ভালো হত। অর্থাৎ দীর্ঘ দাম্পত্যের পর বিচ্ছেদ যে সহজ ছিল না সেটা ছিল একেবারে স্পষ্ট।
আরও পড়ুনঃ পড়ুয়ারা পাবে ১২০০০ টাকা, শুরু হল নবান্ন স্কলারশিপে আবেদন, জেনে নিন পদ্ধতি
প্রসঙ্গত, ২০০৯ সাে স্লামডগ মিলিওনার ছবিতে সংগীত পরিচালনার জন্য অস্কার পেয়েছিলেন এ আর রহমান। এর আগে ও পরে বহু বলিউড ও দক্ষিণী সিনেমার ছবিতে গান গাওয়া থেকে সংগীত পরিচালনার কাজ করেছেন তিনি।