পার্থ সারথি মান্না, কলকাতাঃ কিছুদিন আগেই জানা গিয়েছিল বেশ কিছু দাবি নিয়ে ধর্মঘটের ডাক দিয়েছে বিভিন্ন ব্যাঙ্ক কর্মী সংগঠনগুলি। এর মধ্যে অন্যতম একটি দাবি ছিল সপ্তাহে ৬ দিন নয় ৫ দিন খোলা রাখতে হবে ব্যাঙ্ক (Bank)। তবে কি সত্যি এবার থেকে সোম থেকে শুক্র খুলবে ব্যাঙ্ক? সোশ্যাল মিডিয়াতে এই সংক্রান্ত একটি খবর ভাইরাল হয়ে পড়তেই সত্যতা যাচাই করে জানাল পিআইবি।
সপ্তাহে ৫ দিন খুলবে ব্যাঙ্ক?
সম্প্রতি PIB ফ্যাক্ট চেক এর তরফ থেকে জানানো হয়েছে ভারত সরকার বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) এর তরফ থেকে এমন কহন ঘোষণা করা হয়নি। অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া খবরটি সম্পূর্ণ ভুয়ো। আর এখনও পর্যন্ত ব্যাঙ্ক সপ্তাহে ৬ দিনই খোলা থাকবে।
কী কী দাবিতে হচ্ছে ব্যাঙ্ক ধর্মঘট?
যেমনটা জানা যাচ্ছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ানের তরফ থেকে ধর্মঘট ডাকা হয়েছে। মূলত ব্যাঙ্কের কর্মী ঘাটতি মেটাতে পর্যাপ্ত নিয়োগ, অস্থায়ী কর্মীদের নিয়মিতকরণ আর সপ্তাহে ৫ দিনের কর্মদিবস চালু করার দাবি তোলা হয়েছে। এই দাবিকে সমর্থন করেছে UFBU এর পাশাপাশি আরও ৯টি ব্যাঙ্ক সংগঠন। যদিও কিছুক্ষণ আগেই জানা যাচ্ছে ধর্মঘট আপাতত স্থগিত করা হয়েছে। এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহে একটি বৈঠক হবে তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে।
ইউনিয়ানগুলির মতে, কাজের চাপ বাড়লেও পর্যাপ্ত নিয়োগ হচ্ছে না। ফলে একদিকে যেমন অতিরিক্ত চাপ পড়ছে তেমনি গ্রাহকদের পরিষেবা দেওয়ার মান ও কমছে। তাই দ্রুত নিয়োগ, অস্থায়ী কর্মীদের স্থায়ী নিয়োগ ও ৫ দিনের কর্মদিবস চালু করা উচিত। এর পাশাপাশি সরকাররের দ্বারা জারি করা PLI প্রকল্প প্রত্যাহারের দাবিও শামিল রয়েছে।
প্রসঙ্গত, এমাসের ২৪ ও ২৫ দুই দিন ব্যাঙ্ক ঘর্মঘট ডাকা হয়েছিল। যার ফলে একটানা ৪ দিন ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। মার্চ মাস আর্থিক বছর শেষের মাস হওয়ার জেরে স্বাভাবিকভাবেই সমস্যায় পড়তে হত বহু মানুষ তথা ব্যবসায়িক প্রতিষ্ঠানকে। তবে সম্প্রতি জানা যাচ্ছে এই ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।