পার্থ সারথি মান্না, কলকাতাঃ পাল্টে যাচ্ছে ১০ টাকা ও ৫০০ টাকার নোট। হ্যাঁ ঠিকই দেখছেন আজ অর্থাৎ শুক্রবার ভারতের সর্বোচ্চ ব্যাঙ্ক বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) তরফ থেকে ঘোষণা করা হয়েছে খুব শীঘ্রই বাজারে নতুন ১০০ ও ৫০০ টাকার নোট পাওয়া যাবে। কি আলাদা থাকবে এই নতুন নোটগুলোতে? তাছাড়া এগুলো আসার পর পুরনো নোটগুলোরই বা কি হবে? এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
পাল্টে যাচ্ছে ১০ টাকা ও ৫০০ টাকার নোট
হ্যাঁ ঠিকই দেখছেন, সম্প্রতি ১০ টাকা ও ৫০০ টাকার নোটে কিছু পরিবর্তন আসছে বলেই জানানো হয়েছে আরবিআই এর তরফ থেকে। আসলে প্রত্যেকটা নোটের উপরেই আরবিআই গভর্নরের স্বাক্ষর থাকে। যেটা ধারককে সেই মূল্য প্রদানের আশ্বাস দেয়। তবে গত বছরই আরবিআই গভর্নর পদ থেকে অবসর নিয়েছেন শক্তিকান্ত দাস। বদলে দায়িত্ব নিয়েছেন সঞ্জয় মালহোত্রা। তাই এবার থেকে তার স্বাক্ষরই থাকবে নতুন ছাপানো ১০ ও ৫০০ টাকার নোটে। সেই ঘোষণাই করা হল।
পুরনো ১০ ও ৫০০ টাকার নোটের কি হবে?
যেহেতু নতুন নোটে কিছু বদল আসছে তাই স্বাভাবিকভাবে প্রশ্ন জাগতেই পারে পুরনো নোটগুলির কি হবে? এক্ষেত্রে যাদের কাছে পুরোনো নোট আছে তারা অনেকেই চিন্তিত হয়ে পড়ছিলেন। চিন্তার কিছুই নেই, কারণ নতুন নোটের পাশাপাশি পুরনো নোটগুলিও একইভাবে বৈধ থাকবে। আসলে সময়ের সাথে আরবিআই গভর্নর পরিবর্তন হলে নতুন গভর্নরের সই নোটের মধ্যে ছাপানো হয়। সেই রীতি মেনেই এমনটা হচ্ছে।
আরও পড়ুনঃ ৬ সপ্তাহের মধ্যে ফেরত দিতে হবে মাইনের সমস্ত টাকা, না হলে কি হবে ‘শাস্তি’?
প্রসঙ্গত, গত মাসে আর বিয়ে তরফ থেকে জানানো হয়েছিল ১০০ ও ২০০ টাকার নোটেও পরিবর্তন আনা হয়েছে। এই নোটগুলিতেও পুরনো গভর্নরের বদলে সঞ্জয় মলহোত্রার স্বাক্ষর ছাপানো হয়েছে। তবে শুধুমাত্র স্বাক্ষর ছাড়া কোন নোটেই কোনো রকমের পরিবর্তন হয়নি। তাই চিন্তা বা ভয়ের কোনো কারণ নেই