শ্রী ভট্টাচার্য, কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা বিশ্বে জনপ্রিয়। সোশ্যাল মিডিয়ায় তাঁর ফলোয়াররা কেবল ভারতেই নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষও প্রধানমন্ত্রী মোদীকে অনুসরণ করেন। প্রধানমন্ত্রী মোদীর নামে একটি ইউটিউব চ্যানেলও রয়েছে, যেখানে তার ২৭.৪ মিলিয়ন গ্রাহক রয়েছে (PM Modi Youtube Earnings)। অর্থাৎ ২ কোটি ৭৪ লক্ষ মানুষ ইউটিউবে প্রধানমন্ত্রী মোদীকে ফলো করেন। এখন খবর আসছে, নরেন্দ্র মোদী নাকি ইউটিউব থেকে প্রচুর কোটি টাকা আয় করেন। জানলে ভীষণ অবাক হবেন।
ইউটিউব থেকে কত কোটি টাকা আয় করেন PM মোদী?
প্রধানমন্ত্রী মোদীর ইউটিউব চ্যানেলে প্রতিদিন প্রায় ১০টি ভিডিও আপলোড করা হয়। যা প্রচুর ভিউ পায়। তাহলে প্রতি ভিডিও পিছু কত টাকা আয় হয় তাঁর! সম্প্রতি মিলেছে তারই এক উত্তর। জানা গিয়েছে, তাঁর একটি ভিডিও কোটি কোটি টাকা আয় করেছে। প্রধানমন্ত্রী মোদীর ভানতারা ভিডিওটি এখনও পর্যন্ত প্রায় ৫০.৪ কোটি মানুষ দেখেছেন। এর অর্থ হল প্রধানমন্ত্রী মোদী এই ভিডিও থেকে ১ কোটি টাকারও বেশি আয় করেছেন।
আরও পড়ুন: জাপানকে হারিয়ে আরও চাঙ্গা GDP! মাত্র ২ বছরেই জার্মানিকেও ছাড়াবে ভারত!
দেখুন প্রধানমন্ত্রী মোদীর চ্যানেলটি একটি ব্লগ বিভাগের চ্যানেল। যেখানে প্রায় ৪ থেকে ৫ হাজার ভিউতে এক ডলার আয় হয়। যদি আমরা এভাবে দেখি, তাহলে এই ভিডিওটি প্রায় ১২৬০০০ ডলার আয় করেছে। যদি ভারতীয় টাকায় রূপান্তরিত করা হয়, তাহলে এর পরিমাণ দাঁড়ায় ১ কোটি ৭ লক্ষ ৮০ হাজার টাকা। এইভাবে, প্রধানমন্ত্রী মোদী এই ভিডিও থেকে কোটি কোটি টাকা আয় করেছেন।
মোদীর সর্বোচ্চ আয় করা এই ভিডিওর কন্টেন্ট কী ছিল?
সম্প্রতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২ মার্চ ভানতারা বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করেন। প্রায় ৩,০০০ একর এলাকা জুড়ে বিস্তৃত ভানতারা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের জামনগর রিফাইনারি কমপ্লেক্সে অবস্থিত। এটি হাতি এবং বন্যপ্রাণীদের কল্যাণের জন্য নিবেদিত একটি উদ্ধার কেন্দ্র, যা নির্যাতন এবং শোষণ থেকে উদ্ধার করা প্রাণীদের অভয়ারণ্য, পুনর্বাসন এবং চিকিৎসা সেবা প্রদান করে। উদ্বোধনের দিন সেখান থেকেই একের পর এক মুহূর্ত ভিডিওতে তুলে ধরেছিলেন প্রধানমন্ত্রী মোদী। আর তা থেকেই এই মোটা অঙ্কের আয়।