৩টায় হনুমান, ৬টায় জয় শ্রী রাম! ইদের আগে নজরে সলমানের স্পেশ্যাল ঘড়ি! দাম জানলে আকাশ থেকে পড়বেন

Salman Khan

৩টায় হনুমান, ৬টায় জয় শ্রী রাম! ইদের আগে নজরে সলমানের স্পেশ্যাল ঘড়ি! দাম জানলে আকাশ থেকে পড়বেন

Shree Bhattacharjee

Published on:

শ্রী ভট্টাচার্য, কলকাতা: ইদের আগে ফ্যানেদের জন্য ধামাকা নিয়ে হাজির সলমান খান (Salman Khan)। শুনলে আপনারও চোখ কপালে উঠবে। বলিউডের দাবাং হিরো সলমান খান তাঁর আসন্ন ছবি সিকান্দার নিয়ে এমনিতেই এতদিন খবরে ছিলেন। দর্শকরা এই বহুল প্রতীক্ষিত ছবিটির জন্য অধীর আগ্রহে অপেক্ষাও করছেন। এমন সময়, সলমান খান তাঁর একটি ছবির কারণে আলোচনা আরও বাড়িয়ে দিলেন। আর তা হল ভাইজানের হাতের বিশেষ ঘড়িটি।

সলমানের কোন ঘড়ি নিয়ে এত শোরগোল?

সিকান্দার ছবির রিলিজের আগে সালমান খান একটি নতুন ফটোশুট করেছেন। যেখানে সালমান খানের এক হাতে একটি বিশেষ ব্রেসলেট দেখা যাচ্ছে। অন্যদিকে, অন্য হাতে একটি বিশেষ ঘড়ি দৃশ্যমান। এটা কোনও সাধারণ ঘড়ি নয়। এর সাথে অযোধ্যার রাম মন্দিরের সম্পর্ক রয়েছে। সলমান খানের হাতঘড়িটি ভালো করে দেখলে, তাতে ভগবান রাম এবং রাম মন্দিরের ছবি দেখতে পাবেন। তাঁর ঘড়িতে ভগবান হনুমানকেও দেখা যাচ্ছে। ডায়ালে সুন্দর করে ‘জয় শ্রী রাম’ লেখা আছে যা এটিকে অত্যন্ত মার্জিত করে তোলে। তাঁর এই জ্যাকব অ্যান্ড কোং এপিক x রাম জন্মভূমি রোজ গোল্ড এডিশন ঘড়িটি সকলের দৃষ্টি আকর্ষণ করেছে।

 

View this post on Instagram

 

A post shared by Salman Khan (@beingsalmankhan)

সলমানের হাতের ওই ঘড়ির দাম কত?

জানলে অবাক হবেন যে এই ঘড়ির দাম দিয়ে আপনি একটি ফ্ল্যাট কিনতে পারবেন। সলমান খান যে ঘড়িটি পরেছেন তা কেবল রাম মন্দিরের কারণেই খবরে নয়, বরং এর দামের কারণেও খবরে রয়েছে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ওই ঘড়ির দাম ৩৪ লক্ষ টাকা। এই ঘড়িটি এপিক স্কেলিটন সিরিজের অন্যতম সেরা ঘড়ি। প্রসঙ্গত, সালমান খানের ছবি সিকান্দার ৩০শে মার্চ ইদে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

সঙ্গে থাকুন ➥