পার্থ সারথি মান্না, কলকাতাঃ সময় যত এগোচ্ছে ততই মূল্যবৃদ্ধি বাড়ছে যার ফলে টাকার দাম কমছে। তবে আপনি যদি টাকা বা নোট কিংবা কয়েন জমাতে ভালোবাসেন তাহলে আপনার জন্য সুখবর! কারণ অনেকেই পুরোনো দিনের নোট বা কয়েক সংগ্রহ করেন। তাদেরকে বিক্রি করলে ভালো টাকা উপার্জন করা যেতে পারে। কিভাবে আর কতটাকা পাওয়া যেতে পারে? চলুন দেখে নেওয়া যাক।
পুরোনো নোট বেচেই মিলবে লক্ষাধিক টাকা
অনেকেই এমন আছেন যারা পুরোনো নোট সংগ্রহ করতে ভালোবাসেন। তাই যদি আপনার কাছে স্বাধীনতার সময়ের বা ৫০ বছর পুরোনো কোনো নোট থাকে তাহলে সেটা বিক্রি করে ভালো টাকা পাওয়া যেতে পারে। এছাড়া নোটের সিরিয়াল নাম্বার যদি স্পেশাল ডিজিট হয় তাহলেও ভালো দাম পাওয়া যায়। উদাহরণস্বরূপ, যদি কোনো নোটের সিরিয়াল নাম্বার ৭৮৬ হয় তাহলে সেটা অনেক সময় নিলামে ৩ থেকে ৪ লক্ষ টাকাতেও বিক্রি হতে দেখা গিয়েছে। এর কারণ ৭৮৬ নাম্বারটি মুসলিম ধর্মাবলম্বীদের কাছে বেশ গুরুত্বপূর্ণ।
কেন এত দামি ৭৮৬ থাকা নোট?
আগেই বলা হয়েছে যে ইসলাম ধর্মে ৭৮৬ নাম্বারটি গুরুত্বপূর্ণ। তাছাড়া হিন্দু ধর্মের ক্ষেত্রেও এই নাম্বারের গুরুত্ব রয়েছে। কারণ এটা ত্রিমূর্তি ব্রম্ভা, বিষ্ণু ও মহেশ্বরকে ইঙ্গিত করে।
কোথায় বিক্রি করতে পারবেন পুরোনো নোট?
এখন নিশ্চই ভাবছেন কোথায় বা কিভাবে বিক্রি করা যাবে পুরোনো নোট? উত্তর হল অনলাইন ও অফলাইন দুভাবেই। অনলাইনে OLX, Quicker,eBay এর মত ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে বিক্রি করতে পারেন। এছাড়া বেশ কিছু নিলামেও নোট বিক্রি করা হয়। সেখানেও অংশগ্রহণ করতে পারেন।
আরও পড়ুনঃ নিজস্ব ব্যবসা শুরুর সুবর্ণ সুযোগ দিচ্ছে রেল, মাসে যায় হবে ২৫,০০০! দেখুন আবেদন পদ্ধতি
বিক্রির সময় প্রতারণা থেকে সাবধান!
যেহেতু পুরোনো নোট তাই বিক্রির সময় ক্রেতা ও বিক্রেতা উভয়কেই সাবধান হতে হয়। অনেক সময় অনলাইনে এই ধরনের নোট বিক্রির জন্য বিজ্ঞাপন দেওয়া হয় যেগুলি ভুয়ো হয়ে থাকে। তাই নিজে গিয়ে দেখে নোট বা কয়েন কেনাটাই নিরাপদ। এক্ষেত্রে ক্রেতারা সবটা নিজে ভেরিফাই করে নিতে পারেন।