পার্থ সারথি মান্না, কলকাতাঃ বাংলায় দোলের আগে থেকেই উধাও হয়েছে বসন্ত, তাপমাত্রা বাড়তে শুরু করেছিল হু হু করে। মাঝে দুদিন উষ্ণতার পারদ কিছুটা কমলেও ফের প্রতিদিন বাড়ছে তাপমাত্রা। এমতাবস্থায় সকলেরই চোখ আকাশের দিকে, কবে আসবে বৃষ্টি? সম্প্রতি এই প্রশ্নের উত্তর দিয়ে সুখবর শোনালো আবহাওয়া দফতর। কি বলছে আবহাওয়ার আপডেট? চলুন দেখে নেওয়া যাক।
কালবৈশাখীর আগমনে সম্ভাবনা বঙ্গে
রিপোর্ট বলছে বর্তমানে উত্তর-পূর্ব অসমে একটি একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। যার মধ্যে দুটি অক্ষরেখা রয়েছে, একটি ছত্তিশগড় থেকে কর্ণাটক পর্যন্ত আরেকটি কর্ণাটক থেকে কেরালা পর্যন্ত। তবে এখানেই শেষ নয়, এর সাথে উত্তর-পশ্চিম পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে। এই দুই বিপরীতমুখী বায়ু প্রবাহের জেরে জলীয় বাষ্পের লেনদেন হওয়ার জেরে আগামীকাল রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। একই সাথে গরমের মরশুমের শুরুতেই কালবৈশাখীর দর্শনও মিলতে পারে বলে মনে করা হচ্ছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
সকাল থেকে আকাশে মেঘের দেখা না পাওয়া গেলেও বেলা গড়িয়ে বিয়েকের দিকে আসতেই মেঘের আনাগোনা বাড়তে শুরু করবে বলে জানানো হচ্ছে। এরপরেই দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, হুগলি ও পূর্ব বর্ধমানে ব্যাপক বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়া পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান ও হুগলি জেলায় কালবৈশাখীর দেখা মিলতে পারে বলেও জানানো হয়েছে। এই সময় ৪০ থেকে ৬০ কিমি বেগে হাওয়া চলতে পারে, একইসাথে শিলা বৃষ্টিও হতে পারে বলে আশঙ্কা হাওয়া অফিসের।
আরও পড়ুনঃ লক্ষ্মীর ভান্ডার অতীত, এবার এই প্রকল্পে মহিলাদের ২১০০ টাকা দেবে সরকার
উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণের মত উত্তরেও তাপমাত্রা কিছুটা বেড়েছে। তাছাড়া উত্তরের জেলাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ, আলিপুর দুয়ার, কোচবিহার, মালদা , উত্তর দিনাজপুর থেকে দক্ষিণ দিনাজপুর সমস্ত জায়গাতেই বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। আগামীকাল থেকেই এই বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা বাড়বে, যেটা রবিবার পর্যন্ত বজায় থাকবে।