৩ দিন সময় দিল হাইকোর্ট, বেতন বন্ধ করতে হবে ৩১৩ শিক্ষকের!

Kolkata High Court says not Retirement Benefits for contractual workers without State Govt approval

৩ দিন সময় দিল হাইকোর্ট, বেতন বন্ধ করতে হবে ৩১৩ শিক্ষকের!

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ সুপ্রিম কোর্টের রায়ে একঘাক্কায় ২৫ হাজারেরও বেশি শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরি চলে যাওয়ায় রীতিমত উত্তাল পশ্চিমবঙ্গ। এরই মধ্যে পাহাড়ের শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়েও মিলল বড় খবর। এদিন কলকাতা হাইকোর্টের তরফ থেকে সাফ জানানো হল, GTA Teacher Recruitment Scam এর সাথে যাদের নিয়োগ হয়েছিল, তার মধ্যে ৩১৩ শিক্ষকের বেতন দ্রুত বন্ধ করতে হবে।

৩১৩ শিক্ষকের বেতন বন্ধের নির্দেশ হাইকোর্টের

আজ অর্থাৎ সোমবার কলকাতা হাইকোর্টে উঠেছিল GTA শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলা। বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে এদিন মামলার শুনানি হয়। সেখানেই রাজ্যকে সাফ জানায় হয় আগামী ৩ দিনের মধ্যে ৩১৩ জন শিক্ষকের মাইনে বন্ধ করতে হবে। সেটা না হলে আদালত নিজের মত করে সিদ্ধান্ত নেবে।

উক্ত এই শিক্ষকদের বেতন বন্ধ করে দেয়া হল পাহাড়ের স্কুলগুলিতে ব্যাহত হবে বলেই মনে করা হচ্ছে। এনকি স্কুলে শিক্ষকদের অভাব দেখা দিতে পারে বলেও মনে করছেন, উপর মহলের লোকেরাও। তবে হাইকোর্টের তরফ থেকে সাফ নির্দেশ দেওয়ার পরেও যদি নির্দেশ না মানা হয় তাহলে আগামীতে আরও কঠোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

গোর্খাল্যান্ড টেরিটরি এডমিনিস্ট্রেশনে শিক্ষক নিয়োগ দুর্নীতি

আসলে দীর্ঘদিন ধরেই GTA শিক্ষক দুর্নীতির মামলা চলে আসছে। GTA এর সময় নিয়োগের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম হয়েছিল বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে আইনজীবী শামীম আহমেদ জানান শেষ দফায় ৩১৩ জনের নিয়োগ হয়। মোট নিযুক্ত ৮৫০ জনের মধ্যে শেষ দফায় নিয়োগ পাওয়া শিক্ষকেরাও রয়েছে।

আরও পড়ুনঃ দালালদের দিন শেষ! জমি কেনার আগেই এক ক্লিকেই দেখুন বাকি খাজনার পরিমাণ

কিভাবে মামলার শুরু?

রাজ্যের স্কুল শিক্ষা দফতরের সচিবের তরফে দায়ের করা FIR এর সূত্রপাত হয়। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, বিনয় তামাং ও তৃণাঙ্কুর ভট্টাচার্যের নাম উল্লেখ করা হয় সেই এইআইআরে। তারপর মামলার তদন্তের নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে রায় ঘোষণা করা হলেও তার বিরুদ্ধে হচ্যালেঞ্জ করে রাজ্য সরকার উচ্চতর বেঞ্চে যায়। এবার সেখানেও পূর্ববর্তী নির্দেশও বজায় রাখা হল।

সঙ্গে থাকুন ➥