কেন্দ্রের কাছে মাথা নোয়ালো রাজ্য! নাম বদল করতেই রাজ্যের ভাগে এল ৩৬১ কোটি টাকা

Central Government Release National Health Mission funds after Nabanna agreed to terms

কেন্দ্রের কাছে মাথা নোয়ালো রাজ্য! নাম বদল করতেই রাজ্যের ভাগে এল ৩৬১ কোটি টাকা

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ কেন্দ্রীয় সরকারের সাথে পশ্চিমবঙ্গ সরকারের মতবিরোধ নতুন কোনো বিষয় নয়। একাধিকবার কেন্দ্র টাকা দিচ্ছে না বলে সরব হয়েছে রাজ্য সরকার। তবে এবার বাংলার মানুষদের জন্য রইল সুখবর। দীর্ঘদিন ধরে আটকে থাকা প্রকল্পের টাকা বরাদ্দ করল কেন্দ্র। কোন প্রকল্পের কত কোটি ছাড়া হল? এর ফলে উপকৃত হবেন করা? জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

রাজ্যকে ৩৬১ কোটি দিল কেন্দ্র

সম্প্রতি রাজ্যের গ্রামীণ স্বাস্থ্য প্রকল্পের জন্য যে ৩৬১ কোটি টাকা কেন্দ্রের তরফ থেকে আসার কথা থাকলেও আসেনি সেই টাকাই ছাড়া হয়েছে বলে জানা যাচ্ছে। সূত্রমতে প্রায় ২ বছর ধরে এই টাকা আটকে ছিল। তবে এবার কেন্দ্রের শর্ত মেনে নিতেই টাকা দেওয়া হয়েছে।

কেন আটকে রাখা হয়েছিল টাকা?

কেন্দ্রীয় বরাদ্দ পাওয়ার খবর প্রকাশ্যে আসতেই অনেকের মনে প্রশ্ন জাগছে কেন টাকা আটকে রাখা হয়েছিল? প্রশাসনিক সূত্রমতে, নামের জেরেই ফেঁসে ছিল টাকা। কেন্দ্রের তরফ হেকে জানানো হয়েছিল রাজ্যের হেলথ ও বেলনেস সেন্টাগুলিকে ‘আয়ুষ্মান আরোগ্য কেন্দ্র’ নামকরণ করতে হবে, এই শর্তের কারণেই বরাদ্দ টাকা আটকেছিল। এই শর্তে রাজি না থাকার জেরেই বরাদ্দ পাওয়া যায়নি এতদিন যাবৎ।

আরও পড়ুনঃ এপ্রিল থেকে নতুন চিন্তায় রোগীরা, বেড়ে যাচ্ছে এই জরুরি ওষুধগুলির দাম! দেখুন তালিকা

তবে সম্প্রতি কেন্দ্রের শর্ত মত, হেলথ ও ওয়েলনেস সেন্টারগুলিকে আয়ুষ্মান আরোগ্য কেন্দ্রে রূপান্তর করেছে রাজ্য। ফলে কেন্দ্রের তরফ থেকেও আটকে রাখা টাকা ছেড়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই জাতীয় স্বাস্থ্য মিশনের ডিরেক্টর ও কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের অতিরিক্ত সচিবের তরফ থেকে রাজ্যকে টাকা পাঠানোর কথা জানায় হয়েছে রাজ্যের স্বাস্থ্য সচিবকে।

সঙ্গে থাকুন ➥