পার্থ সারথি মান্না, কলকাতাঃ সবেমাত্র শেষ হয়েছে এপ্রিল মাস, আর এখন থেকেই গরমের তীব্রতা বেশ টের পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই তাপমাত্রা ৩৫-৪০ ডিগ্রি পেরিয়েছে বাংলার একাধিক জেলায়। অবশ্য শুধুই যে গরম তা কিন্তু নয়! গরমের সাথে মাঝে মধ্যেই মেঘে ঢাকছে আকাশ। এরই মাঝে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে আবহাওয়া দফতর সূত্রে।
এপ্রিলেই আসতে পারে ঘূর্ণিঝড়!
যেমনটা জানা যাচ্ছে, বাংলাদেশের হাওয়া অফিসের তরফ থেকেই অতিরিক্ত গরমের জেরে বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। যদি তেমনটা হয় তাহলেবজ্রপাত সহ বৃষ্টি, কালবৈশাখী থেকে শুরু করে শিলাবৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও কোথায় বৃষ্টি হবে তা এখনও নির্দিষ্ট করে কিছু জানায় হয়নি। তবে ওপর বাংলায় ঘূর্ণিঝড় হলে কতটা প্রভাব পর্বে ভারতে বা পশ্চিমবঙ্গে? চলুন দেখে নেওয়া যাক কি বলছে আবহাওয়া দফতর।
বাংলায় কতটা প্রভাব পড়বে?
বাংলাদেশে ঘূর্ণিঝড় শুরু হলে ভারতেও তার প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে উত্তর-পূর্ব অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে বলে মনে করা হচ্ছে। তাছাড়া পশ্চিমবংগের উত্তরবঙ্গের জেলাগুলিতে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি ও বজ্রপাত হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। যদিও দক্ষিণের জেলা যেমন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় অত্যাধিক বৃষ্টির সম্ভাবনা নেই। বরং বজ্রপাত সহ হালকা বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ যাত্রী পরিবহনে নয়া রেকর্ড! ২০২৪-২৫ সালের প্যাসেঞ্জার পরিসংখ্যান দিল কলকাতা মেট্রো
আজকের আবহাওয়া
কলকাতার মৌসম ভবনের তোফা থেকে জানায় হচ্ছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ থেকেই। তবে খুব বেশি নয়, বরং বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে অল্প বৃষ্টি হতে পারে। যদিও তাতে তাপমাত্রায় খুব একটা বদল হবে না। তাই প্যাচপ্যাচে গরম থেকেই এখনই মুক্তি নেই বলা যেতেই পারে।