Constable Job with Fake ST Certificate Lalbazar Started enquiry
Partha Sarathi Manna
Partha Sarathi Manna

Published:

ফের দুর্নীতি! ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে পুলিশে চাকরি, বড় পদক্ষেপ নিল লালবাজার

পার্থ সারথি মান্না, কলকাতাঃ বাংলায় বেকারত্বের হার যে বাড়ছে সেটা একেবারে অস্বীকার করা যায় না। অন্তত অল্প সংখ্যক চাকরির জন্য হাজারো লোকের অ্যাপ্লিকেশন দেখার পরে তো নয়ই। ইতিমধ্যেই একাধিক নিয়োগ দুর্নীতি সামনে এসেছে। আর এবার জানা যাচ্ছে ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে নাকি পুলিশে চাকরি হয়েছে। হ্যাঁ ঠিকই দেখছেন, নকল ‘তফসিলি জাতির শংসাপত্র’ দেখিয়ে শতাধিক চাকরি হয়েছে। এবার গোটা বিষয়ের সত্যতা যাচাইয়ে তৎপর লালবাজার।

ভুয়ো কাস্ট সার্ফিটিফিকেট দেখিয়ে পুলিশে চাকরি

সম্প্রতি জানা যাচ্ছে, ভুয়ো জাতিগত শংসাপত্র দেখিয়ে রাজ্য পুলিশের কনস্টেবল পদে চাকরি পেয়েছেন অনেকেই। এটা একদিকে যেমন বেআইনি তেমনি অপরাধও। তাই এবার তাদের নথি যাচাই করার জন্য জেলার প্রশাসনিক কর্তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে লালবাজারের তরফ থেকে। রিপোর্ট চাওয়া হয়েছে সেই সমস্ত কনস্টেবলদের যাঁরা কাস্ট সার্টিফিকেট দেখিয়ে চাকরি পেয়েছেন।

অভিযোগ পেয়েই শুরু নথি যাচাই

সূত্রমতে, ২০১২ সালে ভুয়ো এসটি সার্টিফিকেট দেখিয়ে চাকরি পেয়েছে শতাধিক প্রার্থীরা। পশ্চিমবঙ্গের আদিবাসী কল্যাণ সমিতির তরফ থেকেই এই অভিযোগ আনা হয়েছে। এরপরেই নড়েচড়ে বসেছে প্রশাসন। শুরু হয়েছে নতুন করে তদন্ত।

আরও পড়ুনঃ যোগ্য হলেও মিলবে না বার্ধক্য ভাতা! বঞ্চিত ৬ লক্ষ, কেন্দ্রের বিরুদ্ধে সরব পশ্চিমবঙ্গ সরকার

যে সমস্ত ব্যক্তিরা কাস্ট সার্টিফিকেট দেখিয়ে সংরক্ষণ কোটায় চাকরি পেয়েছিলেন তাদের সমস্ত নথি ও সার্ফিটিকেট লালবাজারে জমা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সেন্ট্রাল রিজার্ভ অফিসের তরফ থেকে। সেগুলি যাচাই করলেই আসল তথ্য উঠে আসবে তারপর সেই অনুযায়ী কলকাতা পুলিশের তরফ থেকেই রিপোর্ট দেওয়া হবে ও পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আশা করা হচ্ছে দ্রুত এই সমস্যার সমাধান হবে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].