পার্থ সারথি মান্না, কলকাতাঃ আর মাত্র একটা মাসের অপেক্ষা তারপরেই দিঘাতে উদ্বোধন হবে নবনির্মিত জগন্নাথ মন্দিরের। ইতিমধ্যেই একদিকে যেমন মন্দিরে চত্বরে সাজ সাজ রব, তেমনি প্রশাসনের তরফ থেকেও তোড়জোড় চলছে। এবার এরই মাঝে জানা যাচ্ছে, আরও একটি নতুন গেট ও মন্দির তৈরি হতে চলেছে দিঘাতেই। কোথায় কোথায়? জানতে হলে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
দিঘায় তৈরি হবে নতুন মন্দির
যেমনটা জানা যাচ্ছে, দিঘার মন্দিরের মূল ফটকের কাছেই তৈরি করা হচ্ছে জগন্নাথ গেট। এটি কোনো সাধারণ গেট হবে না, বরং এতে লেখা থাকবে জগন্নাথ দেবের বাণী ও কাহিনী। অবশ্য শুধুই গেট নয়, সাথে আরও একটি মন্দির তৈরির কথাও জানা গিয়েছে। তবে সেটা জগন্নাথ মন্দিরের কাছে নয় কিছুটা দূরে বানানো হবে।
দিঘায় আরও এক মন্দির
দিঘার থেকে কিছুটা দূরেই কাঁথিতে রয়েছে চৈতন্যমন্দির। এটি একদিকে যেমন নিপুন শিল্পকলার উৎকৃষ্ট উদাহরণ তেমনি ভারতের সেরা চৈতন্যদেবের মন্দিরের মধ্যে অন্যতম হতে চলেছে। জগন্নাথ দেবের সাথে এই মন্দিরের ঐতিজ্যের সংগ্রহ রয়েছে। তাই আশা করা হচ্ছে স্থানীয় মানুষজন থেকে শুরু করে পর্যটকদেরও এই মন্দির তীর্থস্থানের মতই আকর্ষিত করবে।
আসলে গোটা ভারতে খুব কমই চৈতন্যদেবের মন্দির রয়েছে। এর মধ্যে অন্যতম হল কাঁথির ১২৫ বছর পুরোনো হরিসভার পাশে তৈরি বিশাল চৈতন্য মন্টির। আগামী ১১ই এপ্রিল এই মন্দিরের শুভ প্রতিষ্ঠা ও শ্বেত পাথরের চৈতন্য মহাপ্রভুর স্থায়ী বিগ্রহ স্থাপন করা হবে। এরপর ৩০শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার শুভ তিথিতে দিঘার জগন্নাথ ধামের দ্বারোদ্ঘাটন করা হবে।
আরও পড়ুনঃ গরিব মানুষকে ফ্রি চিকিৎসা না নিলেই কড়া পদক্ষেপ, অ্যাপোলো হাসপাতালকে নির্দেশ সুপ্রিম কোর্টের
কিভাবে পৌঁছাবেন চৈতন্যদেবের মন্দির দর্শন করতে?
আপনি যদি এপ্রিল মাসের পর দিঘা ঘুরতে যেতে চান ও নতুন এই তীর্থস্থান ঘুরে দেখতে চান, তাহলে কিভাবে যাবেন? এর জন্য আপনাকে দিঘার মেরিন ড্রাইভ ধরে ৩২ কিমি যেতে হবে কাঁথির দিকে। তাহলেই দেখতে পাবেন বিশাল চৈতন্যদেবের মন্দির। মন্দিরে প্রসাদ বিতরণ, সমাজসেবামূলক কাজকর্ম থেকে শুরু করে বিবাহ অনুষ্ঠানও করা হয়ে থাকে। তাই এখানে গেলে ভ্রমণের পাশাপাশি অনেক অজানা কাহিনী জানা যাবে।