দালালদের দিন শেষ! জমি কেনার আগেই এক ক্লিকেই দেখুন বাকি খাজনার পরিমাণ

Online Khajna Check

দালালদের দিন শেষ! জমি কেনার আগেই এক ক্লিকেই দেখুন বাকি খাজনার পরিমাণ

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ আপনি কি নতুন জমি কেনার কথা ভাবছেন? তাহলে কিনে নেওয়ার আগে সমস্ত কাগজপত্র ভালো করে যাচাই করে তবেই আগে এগোনো উচিত। কারণ জমি কেনাবেচার ক্ষেত্রে প্রায়শই জালিয়াতির খবর পাওয়া যায়। তাছাড়া অনেক সময় সস্তায় কেনার পর দেখা যায় সেই জমি বা বাড়ির বহু বছরের ট্যাক্স বা খাজনা বাকি। তাহলে উপায়? চিন্তা নেই আজকের প্রতিবেদনে আপনাদের জন্য রইল ঝটপট জমির বাকি থাকা খাজনা জানার উপায়।

জমি কেনার আগে অবশ্যই চেক করুন এই জিনি

আসলে অনেকেই জমি বিক্রির সময় ক্রেতাদের থেকে বাকি থাকা খাজনার বিষয় বেমালুম চেপে যান। এমনকি আগ্রীম টাকা দিয়ে রেজিস্ট্রেশনের সময় বেশ অসুবিধায় পড়তে হয়। এদিকে প্রতিবার জমি কেনার আগে ভূমি ও সংস্কার দফতরে গিয়ে সমস্ত তথ্য জানাও সম্ভব হয় না। তবে এবার আর চিন্তা নেই। কারণ এখন থেকে চাইলে অনলাইনেই সহজে দেখতে নিতে পারবেন সমস্ত তথ্য।

অনলাইনেই চেক করুন খাজনা

প্রযুক্তির উন্নতির সাথে সরকারি কাজ কর্মেরও আধুনিকীকরণ হচ্ছে। তাই এখন দালালদের পেছনে টাকা না খরচ করে মোবাইল থেকেই অনলাইনে জমির বাকি থাকা খাজনা থেকে জমির আসল মালিকের পরিচয় জেনে নেওয়া যাবে। কিভাবে? চলুন জেনে নেওয়া যাক।

এ জন্য আপনাকে সবার আগে ভূমি ও ভূমি সংস্কার দফতরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপর সেখানে জমির খতিয়ান নাম্বার, দাগ নাম্বার ও আরও কিছু তথ্য দিয়ে সার্চিং করলেই সমস্ত তথ্য পাওয়া যাবে।

আরও পড়ুনঃ মার্জ হবে ১৫টি ব্যাঙ্ক, বিরাট সিদ্ধান্ত সরকারের, দেখুন আপনার অ্যাকাউন্ট আছে কি না?

প্রসঙ্গত, সরকারি হিসাব বলছে প্রতিবছর রাজ্যে প্রায় ১৮ লক্ষ জমি ও বাড়ির রেজিস্ট্রি হয়। তাই এই ক্রেতারা যাতে সমস্ত তথ্য জেনে জমি কিনতে পারেন তার জন্যই এই সুবিধা চালু করা হয়েছে। তাছাড়া ইতিমধ্যেই অনলাইনে খাজনা দেওয়ার পক্রিয়ায় চালু করা হয়েছে। তাই বাকি থাকা খাজনা অনলাইনের মাধ্যমেই মিটিয়ে নেওয়া যাবে।

সঙ্গে থাকুন ➥