পার্থ সারথি মান্না, কলকাতাঃ বহুদিন আগেই দক্ষিনেশ্বরর মত কালিঘাটেও স্কাইওয়াক তৈরির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার জানা যাচ্ছে সব ঠিক থাকলে ১লা বৈশাখের আগেই উদ্বোধন করা হতে পারে কালীঘাট স্কাইওয়াকের (Kalighat Skywalk)। এ বিষয়ে কি জানাচ্ছে প্রশাসন? চলুন জেনে নেওয়া যাক।
বাংলা নববর্ষের আগেই খুলতে পারে কালীঘাট স্কাইওয়াক
প্রতিবছর ১৪ই এপ্রিল চৈত্রসংক্রান্তির সন্ধ্যাবেলায় পুজোদিতে কালীঘাটের মন্দিরে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারেও তার ব্যতিক্রম হবে না। তাই এই দিনেই স্কাইওয়াকের উদ্বোধন করা হবে বলে আশা করা হচ্ছে। এর আগে গতবছর কালীপুজোর সময়েও এটি চালু করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সেই সময় কাজ শেষ না হওয়ার জেরে আর হয়ে ওঠেনি।
তবে এবছর মার্চ মাসের মধ্যেই সমস্ত কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। তাই ১ লা বৈশাখের আগেই উদ্বোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে যারা বাংলা নববর্ষের প্রথম দিনে পুজো দিতে যাওয়ার প্ল্যান করেছেন তাদের যেমন সুবিধা হবে তেমনি নতুন অভিজ্ঞতাও হবে।
৯০ কোটি খরচে তৈরি হচ্ছে কালীঘাট স্কাইওয়াক
প্রায় ৫০০ মিটার দীর্ঘ ও ১০ মিটার চওড়া এই স্কাইওয়াক তৈরি হয়ে যাওয়ার পর পুণ্যার্থীদের অনেকটাই সুবিধা হবে বলে আশা করা হচ্ছে। অবশ্য এটি নির্মাণের জন্য রিফিউজি হকার্স মার্কেটের ব্যবসায়ীদের সেখান থেকে সরিয়ে যতীন দাস পার্কে স্থানান্তর করা হয়েছিল। এরপর প্রায় ৪ বছর পর কালীঘাটে নতুন এসি মার্কেটে নতুন দোকানে আনা হয় তাদের।
২০১৮ সালে প্রথম স্কাইঅবাক তৈরির জন্য অর্থ বরাদ্দ হয়। তবে কাজ শুরু হয় ২০২২ সালের জানুয়ারি মাসে। কলকাতা পুরসভার তরফে নির্মাণ কার্য শুরু করা হলেও করোনা আসে, এর সাথে লকডাউন হওয়ার জেরে কাজ থমকে যায়। এরপর নিকাশি নালা ও পাইপলাইনের কাজের জেরে আরও সময় চলে যায়।
আরও পড়ুনঃ ১৫ বছরের অপেক্ষার অবসান, দুই সপ্তাহেই বাংলার নয়া রুটে চলবে ট্রেন! সুখবর দিল রেল
শুধুই যে সময় বেড়েছে তা নয়, একইসাথে এই কাজের বাজেটও বেড়েছে অনেকটাই। শুরুতে ৭৭ কোটি টাকা খরচ হবে মনে করা হয়েছিল। তবে সেটা বেড়ে প্রায় ৯০ কোটি হয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। এখন অপেক্ষা স্কাইওয়াকের উদ্বোধনের