ছুটির দিনেও চলবে ইস্ট-ওয়েস্ট মেট্রো, ফার্স্ট ও লাস্ট ট্রেন কটায়? জানাল কর্তৃপক্ষ

kolkata metro

ছুটির দিনেও চলবে ইস্ট-ওয়েস্ট মেট্রো, ফার্স্ট ও লাস্ট ট্রেন কটায়? জানাল কর্তৃপক্ষ

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ কর্মসূত্রে হোক বা অন্য যেকোনো কারণে যারা প্রতিদিন কলকাতা যাতায়াত করেন তারা জানেন কলকাতা মেট্রো (Kolkata Metro) কতটা গুরুত্বপূর্ণ। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ কম সময়ে নিজের গন্তব্যে পৌঁছানোর জন্য মেট্রো ব্যবহার করে থাকেন। সপ্তাহের সোমবার থেকে শনিবার অবধি পুরোদমে চললেও রবিবার পরিষেবা বন্ধ থাকে ইস্ট ওয়েস্ট মেট্রো। তবে এবার জানা যাচ্ছি ছুটির দিন অর্থাৎ রবিবারেও মিলবে মেট্রো পরিষেবা।

রবিবারেও চলবে মেট্রো

কিছুদিন আগেই কলকাতা মেট্রো তরফ থেকে জানানো হয়েছিল ইস্ট ওয়েস্ট রুটের লাইনে রবিবারে কিছু পরীক্ষা নিরীক্ষা চালানো হবে। যে কারণে রবিবারের মেট্রো পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। যদিও দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত লাইনে পরিষেবা স্বাভাবিক রাখা হয়েছিল। এবার জানা যাচ্ছে শীঘ্রই ইস্ট ওয়েস্ট মেট্রো লাইনে রবিবারেও পরিষেবা পাওয়া যাবে।

রবিবার দিন বেশিরভাগ অফিস ছুটি থাকায় যাত্রীসংখ্যা অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কম থাকে। তাই রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য এই দিনটিকে ধার্য করা হয়েছিল। তাই রবিবার দিন ইস্ট ওয়েস্ট রুটে মেট্রো পরিষেবা বন্ধ থাকতো। তবে এবার সম্ভবত কমিউনিকেশন বেস্ট সিগনাল সিস্টেমের যে কাজ চলছিল তা শেষ হয়ে গিয়েছে। তাই পুনরায় রবিবারের মেট্রো পরিষেবা শুরু করা হচ্ছে।

রবিবারের ইস্ট ওয়েস্ট মেট্রো টাইম টেবিল

ছুটির দিন হলেও রবিবারে একেবারেই যে যাত্রী থাকেনা তা কিন্তু ভুল। সেই সমস্ত যাত্রীদের উদ্দেশ্যেই গ্রীন লাইন টু চালু করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। জানা যাচ্ছে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অবধি লাইনে দুপুর ২টো বেজে ১৫ মিনিটে প্রথম মেট্রো ছাড়বে। আর শেষ মেট্রো ছাড়বে উভয় স্টেশন থেকেই রাত্রি ৯টা বেজে ৪৫ মিনিটে।

আরও পড়ুনঃ গ্রান্ড ফিনালের আগেই ফাঁস বিজেতার নাম! ইন্ডিয়ান আইডল ১৫-র চ্যাম্পিয়ান কে?

প্রসঙ্গত, মেট্রোর সম্প্রসারণ এর জন্য গোটা কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে কাজ চলছে। বিশেষ করে ইস্ট ওয়েস্ট রুটটি এখনও সম্পূর্ণভাবে চালু নেই। তাই গোটা লাইন চালু করার জন্য দ্রুত কাজ চলছে। একবার চালু হয়ে গেলে হাওড়া ময়দান থেকে সোজাসুজি সেক্টর ফাইভ অবধি পৌঁছে যাওয়া যাবে এক মেট্রোতেই।

সঙ্গে থাকুন ➥