পার্থ সারথি মান্না, কলকাতাঃ কলকাতায় যদি প্রতিদিন যাতায়াত করতে হয় তাহলে সময়ে গন্তব্যে পৌঁছাতে হলে মেট্রো (Kolkata Metro) কতটা গুরুত্বপূর্ণ সেটা নিত্যযাত্রীরা বেশ বোঝেন। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ কর্মস্থলে বা নিজের গন্তব্যে পৌঁছাতে মেট্রোর পরিষেবা ব্যবহার করেন। আর এবার জানা যাচ্ছে, ২০২৪-২৫ অর্থবর্ষে যাত্রী পরিবহন করেই নতুন রেকর্ড করল কলকাতা মেট্রো। কত টাকা লক্ষী লাভ হল? চলুন জেনে নেওয়া যাক।
যাত্রী পরিবহনে নয়া রেকর্ড করল কলকাতা মেট্রো
সম্প্রতি ২০২৪-২৫ অর্থবর্ষ যে বেশ লাভজনক হয়েছে সেই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা মেট্রো। গতকাল অর্থাৎ মঙ্গলবারই বিবৃবিতে মেট্রো জানাচ্ছে প্রায় ২১.৮ কোটি মানুষ এবছর যাত্রা করেছেন, যেটা গতবছরের তুলনায় ১৩% বৃদ্ধি পেয়েছে। এর আগের বছর ১৯.৩ কোটি মানুষ মেট্রো ব্যবহার করেছিলেন।
কোন রুটে যাত্রী সংখ্যা কত?
এক্ষেত্রে অবশ্য বাড়তে থাকা মেট্রোর পরিসর ও নতুন স্টেশনের বড় ভুমিকা রয়েছে। বর্তমানে চারটি আলাদা রুটে মেট্রো চলে, ব্লু লাইন, গ্রিন লাইন, পার্পেল লাইন ও অরেঞ্জ লাইন। তবে সবচেয়ে বেশি যাত্রী হয় ব্লু লাইন বা দক্ষিনেশ্বর থেকে কবি সুভাষ রুটে। এবছর এই রুটেই ১৮.৯ কোটি যাত্রী যাতায়াত করেছেন।
এরপর আছে গ্রিন লাইন বা হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুট। যেখানে ১.৩ কোটি যাত্রী যাতায়াত করেছেন। ৫.৯ লক্ষ মানুষ যাতায়াত করেছেন অরেঞ্জ লাইন বা নিউ গড়িয়া থেকে রুবি রুটে। এছাড়া গ্রীন লাইন ১ রুটেও গতবছরের তুলনায় যাত্রী সংখ্যা বেড়েছে ১৫% এরও বেশি। আর পার্পেল লাইন বা জোকা থেকে মাঝের হাট লাইনেও যাত্রীর সংখ্যা বেড়েছে ৩১%।
আরও পড়ুনঃ ৮৫০ নয় মাত্র ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার, নয়া প্রকল্পে চালু রাজ্যের, দেখুন আবেদনের পদ্ধতি
শীঘ্রই চালু হবে আরও নতুন রুট ও স্টেশন
কলকাতায় মেট্রো যোগাযোগ আরও উন্নত করার জন্য প্রতিনিয়ত কাজ চলছেই। আর কিছু মাস পর থেকেই কলকাতা বিমানবন্দর ও যশোর রোড মেট্রো স্টেশনও চালু করা হবে। এরপর জারি সংখ্যা আরও বাড়বে বলেই আশা করা হচ্ছে।