কাজের চাপে আদালতে অনুপস্থিত প্রশাসনিক কর্তারা, অনলাইনেই সমাধান! বড় পদক্ষেপ নিল নবান্ন

Nabanna decides to make Video Conference Room in districts to reduce physical presence

কাজের চাপে আদালতে অনুপস্থিত প্রশাসনিক কর্তারা, অনলাইনেই সমাধান! বড় পদক্ষেপ নিল নবান্ন

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ সময়ের সাথে প্রযুক্তির উন্নতি হয়েছে অনেকটাই, তাই এবার যুগের সাথে তাল মিলিয়ে আধুনিকতার ছোঁয়া আসছে বাংলার সরকারি দফতরেও। রাজ্যের বিভিন্ন জেলার দফতরগুলোতে তৈরী করা হচ্ছে ভার্চুয়াল কক্ষ। যখন থেকে অনলাইনের মাধ্যমেই গুরুত্বপূর্ণ মিটিংয়ে যোগ দিতে পারবেন কর্মী তথা আধিকারিকেরা।

প্রতি জেলায় ভার্চুয়াল কক্ষ তৈরি করছে রাজ্য সরকার

আসলে সরকারি বৈঠকের জন্য প্রায়শই এক জায়গা থেকে অনত্র আসতে হয় মুখ্যসচিব থেকে শুরু করে জেলাশাসক ও পুলিশ সুপারদের। এক্ষেত্রে একদিকে যেমন স্বাভাবিক কাজে যেমন কিছুটা ব্যাঘাত হয় তেমনি সময়ও লাগে। তা এবার রাজ্যের কোন জেলার কোথায় কতগুলি ভিডিও কনফারেন্সের রুম আছে তার বিবরণ তৈরি হয়েছে। এমনকি প্রয়োজন অনুযায়ী স্বাস্থ্য, শিক্ষা দফতর, পুরসভা থেকে গুরুত্বপূর্ণ স্থানগুলিতে নতুন করে ৩২৯টি ভিডিও কনফারেন্স কক্ষ তৈরির হবে বলেও জানা যাচ্ছে।

ভার্চুয়ালেই দেওয়া যাবে হাজিরা

আসলে গতবছর হাইকোর্টের তরফ থেকে রাজ্যের জেলাগুলিতে বন্দি থাকা কয়েদিদের জন্য ‘জেলা কমিটি’ তৈরির আদেশ দেওয়া হয়েছিল। যেখানে জেলাশাসক, পুলিশ সুপার আধিকারিকদের রাখা হয়েছিল। কিন্তু গুরুত্বপূর্ণ মিটিংয়ে তাঁরা উপস্থিত থাকেন না। বদলে অন্য কোনো আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

এর পিছনে কারণ হিসাব দেখা যাচ্ছে, নিযুক্ত আধিকারিকেরা কাজের চাপে প্রচন্ড ব্যস্ত থাকেন। তাই এবার ভার্চুয়াল কক্ষ তৈরির উপর জোর দেওয়া হল। এর ফলে সশরীরে উপস্থিত না হতে পারলেও ভার্চুয়ালি বৈঠকে তাঁরা সহজেই উপস্থিত হতে পারবেন। এছাড়া অন্যের উপর দায়িত্ব দেওয়ার যে অভিযোগ উঠছিল সেটাও সমাধান করা যাবে।

আরও পড়ুনঃ ষ্টার জলসায় শুরুর পথে বাংলার বিগ বস! সঞ্চালনায় সৌরভ গাঙ্গুলি? শীঘ্রই হবে প্রোমো শুট

অনলাইন বৈঠকের জেরে বাঁচবে সময়

এক নবান্ন আধিকারিকদের মতে, ভার্চুয়াল বৈঠক আগেও ছিল, তবে করোনার পর থেকে সেটা অনেক বেড়ে গিয়েছে। এমনকি আদালতও ভার্চুয়ালি বৈঠকের পক্ষে, এক্ষেত্রে পরিকাঠামো থাকলেই হয়। অনলাইনে বৈঠক হয়ে গেলে যাতায়াতের জন্য নষ্ট হওয়া সময়ও বেঁচে যাবে অনেকটাই।

সঙ্গে থাকুন ➥