পার্থ সারথি মান্না, কলকাতাঃ আপনার কি দু চাকা বা চার চাকা গাড়ি রয়েছে? প্রতিদিন কাজে যাওয়ার জন্য বা ছুটিতে ঘুরে বেড়ানোর জন্য গাড়ি ব্যবহার করেন? তাহলে খুব সাবধান! কেন? কারণ আগামী ১ লা এপ্রিল থেকেই দশ গুণ পর্যন্ত বাড়তে চলেছে ট্রাফিক আইনের ফাইনের পরিমাণ (New Traffic Fines)। তাই কোন রকম নিয়ম ভঙ্গ হলেই মোটা টাকা খসবে পকেট থেকে। এখন নিশ্চয়ই ভাবছেন তাহলে কোন আইন ভাঙ্গলে কত টাকা খরচ হতে পারে? এই প্রশ্নের উত্তর পেতে আজকের প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।
এক ধাক্কায় ১০ গুণ বাড়লো ট্রাফিক ফাইন এর পরিমাণ
একেবারে ঠিক দেখেছেন বাড়তে থাকা সড়ক দুর্ঘটনা আটকাতে ও ট্রাফিক নিয়ম সম্পর্কে জনসাধারণকে আরও সচেতন করতে কড়া পদক্ষেপ নিল সরকার। হেলমেট ছাড়া গাড়ি চালানো, বাইকে দুজনের বেশি যাত্রী, মধ্যম অবস্থায় গাড়ি চালানো বা ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো এই ধরনের আইন ভঙ্গের ক্ষেত্রে জরিমানা থেকে কারাদণ্ড সমস্ত বিধি চালু রয়েছে। তবুও হুঁশ ফেরেনি অনেকেরই, তাই এবার আরও কড়া হলো প্রশাসন।
কোন আইন ভাঙ্গলে কত হবে জরিমানা?
- হেলমেট ছাড়া গাড়ি চালানো : এপর্যন্ত হেলমেট ছাড়া গাড়ি চালালে ফাইন ছিল ১০০ টাকা। তবে নতুন নিয়ম অনুযায়ী ১০০০ টাকার জরিমানা ও সাথে তিন মাসের জন্য লাইসেন্স সাসপেন্ড হয়ে যাবে।
- সিট বেল্ট ছাড়া গাড়ি চালানো : এক্ষেত্রে এতদিন ফাইন লাগতো মাত্র ১০০ টাকা। তবে এবার থেকে সিট বেল্ট ছাড়া গাড়ি চালালে গুনতে হবে এক হাজার টাকার জরিমানা।
- গাড়ি চালানোর সময় মোবাইলের ব্যবহার : মোবাইলে কথা বলতে বলতে গাড়ি চালালে এতদিন ৫০০ টাকা ফাইন দিতে হতো। এবার থেকে সেটা বেড়ে হয়ে গেল ৫০০০ টাকা।
- লাইসেন্স ছাড়া গাড়ি চালানো: এ পর্যন্ত লাইসেন্স ছাড়া গাড়ি চালালে ৫০০ টাকা জরিমানা হত। তবে ১ এপ্রিল থেকে লাইসেন্স না থাকলে ৫০০০ টাকা জরিমানা গুনতে হবে।
- বাইকে দুইয়ের বেশি যাত্রী: যদি কোন কোন বাইকে দুজনের বেশি বা তিনজন যাত্রী থাকেন তাহলে ১০০ টাকা ফাইন দিতে হত। এবার থেকে সেটা বেরিয়ে হয়ে গেল ১০০০ টাকা।
- মদ্যপ হয়ে ড্রাইভিং: মদ খাওয়া অবস্থায় গাড়ি চালালে এ পর্যন্ত ১০০০ থেকে ১৫০০ টাকা ফাইন গুনতে হত। এবার থেকে এই ধরনের অপরাধের ক্ষেত্রে ১০,০০০ টাকা জরিমানা এবং ছয় মাসের জেল খাটতে হবে। শুধু তাই নয়, একই ভুলের পুনরাবৃত্তি ঘটলে ১৫,০০০ টাকা জরিমানা ও দু’বছর পর্যন্ত জেল হতে পারে।
- ইন্সুরেন্স ছাড়া গাড়ি চালানো : দুই চাকা হোক বা চার চাকা গাড়ির ইন্সুরেন্স না থাকলে এতদিন ২০০ থেকে ৪০০ টাকা ফাইন গুনতে হত। এবার থেকে সেটা বেড়ে ২০০০ টাকা বা তিন মাসের জেল ও কমিউনিটি সার্ভিস করতে হবে। একের বেশি বার একই নিয়ম ভঙ্গ করতে দেখা গেলে ৪০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।
- বৈধ পিইউসি না থাকা: আপনার গাড়ির যদি বৈধ দূষণের শংসাপত্র বা পি সার্টিফিকেট না থাকে তাহলে এতদিন ১০০০ টাকা জরিমানা দিতে হত। তবে ১লা এপ্রিল থেকে সেটা বেড়ে হবে ১০,০০০ টাকা জরিমানা অথবা ৬ মাসের জেল সাথে কমিউনিটি সার্ভিস।
আরও পড়ুনঃ রাজ্যের হাতে এল আরও তিন মাস! OBC সার্টিফিকেট মামলায় বড় সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট
এখানেই শেষ নয়, এছাড়াও আরো বেশ কিছু ট্রাফিক আইন ভঙ্গের ক্ষেত্রে জরিমানার পরিমাণ বাড়ানো হয়েছে। সেগুলি হল,
- যদি কোন নাবালক বা ১৮ বছরের কম কাউকে গাড়ি চালাতে দেখা যায় সেক্ষেত্রে ২৫,০০০ টাকা জরিমানা এবং তিন বছরের জেল একই সাথে ২৫ বছর পর্যন্ত লাইসেন্স বাতিল করা হবে।
- যদি কেউ আপদকালীন গাড়ির পথ আটকে রাখে তাহলে ১০,০০০ টাকা জরিমানা করা হবে।
- রাস্তায় রেসিং করতে ধরা পড়লে পাঁচ হাজার টাকা জরিমানা করা হবে।
- গাড়িতে অতিরিক্ত পরিমাণ মালপত্র বহন করলে কুড়ি হাজার টাকা জরিমানা করা হবে।