শনি-রবি একঝাঁক ট্রেন বাতিল! শিয়ালদহ-ডানকুনি লাইন নিয়ে নির্দেশ জারি রেলের

Sealdah-Dankuni Train Cancel

শনি-রবি একঝাঁক ট্রেন বাতিল! শিয়ালদহ-ডানকুনি লাইন নিয়ে নির্দেশ জারি রেলের

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ প্রতিদিন কাজে যাওয়া থেকে নানান কাজে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত যাতায়াতের মাধ্যম হল লোকাল ট্রেন। লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন লোকালের মাধ্যমেই সফর করেন। তাই একদিনও যদি কোনো ট্রেন বাতিল হয় তা ব্যাপক প্রভাব ফেলে। আর এবার জানা যাচ্ছে শিয়ালদহ-ডানকুনি রুটে বন্ধ থাকবে ট্রেন চলাচল।

শিয়ালদহ-ডানকুনি লাইনে ট্রেন বাতিল

আসলে ট্রেন চলাচল যাতে আরও সহজ হয় তার জন্যই কিছু রক্ষনাবেক্ষনের কাজ করতে হবে দমদমের কাকাচি অংশের লাইনে। সেই কারণেই প্রায় ৭ ঘন্টার জন্য ট্রেন চলাচল বাতিল করা হয়েছে বলে জানা যাচ্ছে। কবে ও কোন কোন ট্রেনগুলি বাতিল ঘোষণা করা হয়েছে? জানতে আজকের প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।

রক্ষনাবেক্ষনের জন্যও বাতিল ট্রেন

যেমনটা জানা যাচ্ছে, আগামীকাল অর্থাৎ শনিবার রাত্রি থেকে পরের দিন রবিবার সকাল অবধি ট্রেন চলাচল বন্ধ রাখা হবে। নির্দিষ্টভাবে বলতে গেলে রাত্রি ১১ টা ৪০ থেকে পরের দিন সকাল ৬টা ৪০ অবধি কাজ হবে। এই সময় মোট ৫ জোড়া ট্রেন বাতিল থাকছে।

বাতিল ট্রেনের তালিকা

শিয়ালদহ-ডানকুনি লাইনে কাজের জন্য যে ট্রেনগুলি বাতিল থাকছে সেগুলি হলঃ

  • শনিবার রাতের একটি আপ ও একটি শিয়ালদহ-ডানকুনি লোকাল
  • রবিবার একটি আপ ও ডাউন ডানকুনি লোকাল।
  • শিয়ালদহ ও বনগাঁ লাইনের একটি করে আপ ও ডাউন।
  • আপ ও ডাউন শিয়ালদহ হাবড়া লোকালও বাতিল থাকবে।

লোকাল ট্রেন ছাড়াও কিছু দূরপাল্লার ট্রেন বাতিল ও কিছু ঘুরপথে নিয়ে যাওয়া হবে বলে জানা যাচ্ছে।

  • বামনহাট শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস আগামী শনিবার বান্ডেল-নৈহাটী-দমদম রুটে চলবে।
  • হলদিবাড়ি-শিয়ালদহ দার্জিলিং মেলও বান্ডেল-নৈহাটী-দমদম রুটে চলবে।
  • নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ পদাতিক এক্সপ্রেসও ঘুরপথে শিয়ালদহ পৌঁছাবে।
  • পুরী-শিয়ালদহ দ্রং এক্সপ্রেস শনিবার রাত্রি ৭টা ২৫ এর বদলে ১০. ২৫ এ ছাড়বে।

আরও পড়ুনঃ কলকাতা মেট্রো অ্যাপে যাত্রীদের জন্য মহাধামাকা, কী কী সুবিধা নিশ্চিত?

ট্রেনের সুময়সূচির এই পরিবর্তনের ফলে যাত্রীদের কিছুটা ভোগান্তি যে হবে সেটা অস্বীকার করা যাচ্ছে না। তবে আদতে লাইনের রক্ষনাবেক্ষনের কাজও করতেই হবে তাই এই দু দিন যারা যাত্রা করবেন তাদের সাথে এই প্রতিবেদনটি শেয়ার করার অনুরোধ রইল।

সঙ্গে থাকুন ➥