পার্থ সারথি মান্না, কলকাতাঃ ওবিসি সার্টিফিকেট মামলার জেরে একপ্রকার স্থগিত রয়েছে সরকারি নিয়োগ। তবে কিছুদিন আগেই জানা গিয়েছিল দ্রুত প্রাথমিক স্তরে স্পেশ্যাল এডুকেটরদের প্রয়োজন রয়েছে। এবার সেই অনুযায়ী বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য শিক্ষক নিয়োগের (Special Educator Recruitment) বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ সরকার। শূন্যপদ কত? কারা আবেদন করতে পারবেন ও কি নিয়ম মানা হবে? সমস্ত প্রশ্নের উত্তর রইল এই প্রতিবেদনেই।
স্পেশাল এডুকেটর নিয়োগের বিজ্ঞপ্তি জারি রাজ্য সরকারের
আজ অর্থাৎ শনিবারেই পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে প্যানেল প্রকাশ করার ক্ষেত্রে স্বচ্ছতার উপর অনেকটা জোর দেওয়া হয়েছে। কোন প্রার্থীরা আবেদন করতে পারবেন সেই সম্পর্কে যেমন নির্দেশ দেওয়া হয়েছে তেমনি পরীক্ষার OMR শিট আগামী ১০ বছরের জন্য সংরক্ষণ করে রাখা হবে বলেও জানানো হয়েছে। এবার চলুন আবেদনের জন্য কি যোগ্যতার প্রয়োজন সেটা দেখে নেওয়া যাক।
মোট শূন্যপদ
নিয়েগের জন্য যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তা থেকে জানা যাচ্ছে মোট ২৭০০টি শূন্যপদে নিয়োগ করা হবে। এক্ষেত্রে যে সমস্ত ব্যক্তিরা চুক্তিভিত্তিকভাবে ইতিমধ্যেই শিক্ষকতা করছেন তাদের জন্য ১০% আসুন সংরক্ষিত থাকবে। এমনকি যারা শিক্ষা প্রকল্পের আওতায় স্পেশাল এডুকেটর হিসাব কাজ করছেন তারাও আবেদন করতে পারবেন বলে জানা যাচ্ছে।
আবেদনের জন্য যোগ্যতা
আপনি যদি স্পেশাল এডুকেটর পদের জন্য আবেদন করতে চান তাহলে টেট পরীক্ষায় নূন্যতম ৮০% নম্বর পেয়ে পাশ করা বাধ্যতামূলক। ‘রিহ্যাবিলিটশনস কাউন্সিল অফ ইন্ডিয়া’ এর অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে ডিগ্র বা ডিপ্লোমা কোর্সের পাশ করে থাকলে তবেই এই পদের জন্য আবেদন করা যাবে। তবে যারা ইতিমধ্যেই এই ধরণের কাজের সাথে যুক্ত তারাও আবেদন করতে পারবেন, এক্ষেত্রে ৫৫ বছর বয়স অবধি আবেদন করা যাবে।
এই নিয়োগের সমস্ত দায়িত্ব থাকবে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের উপর। এক্ষেত্রে প্যানেল প্রকাশের সময় সর্বোতভাবে স্বচ্ছতা মানা হবে। যে পরীক্ষার্থী শেষ থাকবেন তাঁর প্রাপ্ত নাম্বারও প্রকাশিত হবে।
আরও পড়ুনঃ বড় ঘোষণা সরকারের, ১লা এপ্রিল থেকেই রেশনে মিলবে ভালো চাল, কার্ড পিছু কত কেজি?
নিয়োগ নিয়ে প্রশ্ন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির
স্পেশাল এডুকেটর পদের জন্য নিয়োগকে স্বাগত জানালো কিছু বিষয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপ্ন মন্ডলের মতে, উচ্চ প্রাথমিকের পর প্রাথমিকের জন্য গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য। কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি কবে আসবে? সরকার তো OBC মামলার কথা বলে নিয়োগ স্থগিত রেখেছে। দ্রুত নিয়োগের বিগুপ্তি প্রকাশ্যে আনা হোক।