স্টেশনে বসবে ১৭ লক্ষের বিশেষ আয়না, যাত্রী সুরক্ষার কথা ভেবে বড় পদক্ষেপ কলকাতা মেট্রোর

East West Metro will install Special Mirror

স্টেশনে বসবে ১৭ লক্ষের বিশেষ আয়না, যাত্রী সুরক্ষার কথা ভেবে বড় পদক্ষেপ কলকাতা মেট্রোর

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ প্রতিদিন কর্মসূত্রে হোক বা অন্য কোনো কারণে লক্ষ লক্ষ মানুষ কলকাতায় আসেন। এক্ষেত্রে গন্তব্যে পৌঁছানোর জন্য সবচেয়ে সস্তা ও দ্রুত মাধ্যম হল মেট্রো রেল। সম্প্রতি রেকর্ড সংখ্যক যাত্রী পরবহন করেছে বলে জানিয়েছে মেট্রো। তবে এবার জানা গেল যাত্রী সুরক্ষার জন্য আরও বেশি তৎপর হল কর্তৃপক্ষ।

সমস্ত মেট্রো স্টেশনে বসবে আয়না

প্লাটফর্মে ট্রেন আসার পর পরবর্তী স্টেশনের জন্য যাত্রার আগে যাত্রীদের ওঠা নামা সব ঠিকভাবে হয়েছে কি না সেটা দেখার জন্য কেবিনের সামনে বিশেষ ‘উত্তল আয়না’ বসানো শুরু হয়েছিল অনেক আগেই। পার্ক স্ট্রিট স্টেশন দিয়েই এর শুরু হয়েছিল। এরপর একাধিক স্টেশনে এই সিস্টেম চালু করা হয়েছে। এবার জানা যাচ্ছে ইস্ট-ওয়েস্ট মেট্রোতেও এই ধরণের আয়না বসানো হবে।

বাড়বে যাত্রী সুরক্ষা

এই উত্তল আয়নার হল সবচেয়ে বড় সুবিধা হল, গার্ড না থাকলেও আয়না দিয়ে যাত্রীদের ওঠা নাম শেষ হয়েছে কি না তা দেখে নেওয়া যায়। সেক্ষেত্রে নিরাপদভাবে দরজা বন্ধ করে ট্রেন ছাড়া যায়। তাই যাত্রী সুরক্ষার কথা ভেবেই এই আয়না বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই এর জন্য দরপত্র ডাকা হয়েছে।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিশেষ এই আয়না বসানোর জন্য ১৭ লক্ষ টাকা খরচ হবে। লাগানো হয়ে গেলে, গার্ডের নির্দেশের উপর আর ভরসা করতে হবে না চালকদের। নিজের কেবিন থেকেই গোটা প্ল্যাটফর্ম দেখা যাবে।

আরও পড়ুনঃ এগিয়ে এল গরমের ছুটি, কবে থেকে শুরু স্কুলের হলিডে? ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

এই প্রসঙ্গে মেট্রো আধিকারিকেরা জানাচ্ছেন, এই বিশেষ আয়না সমস্ত মেট্রো স্টেশনেই বসানো হবে। এর প্রধান কারণ, রাশ হাওয়ারের সময় প্রচুর মানুষ চাপাচাপি করে মেট্রোতে ওঠেন। এই সময় মেট্রোর দরজা বন্ধ হতে চাই না। সেই সময় চালক ও গার্ডদের মুখ বাড়িয়ে তাকিয়ে দেখতে হয় যাত্রীরা উঠেছেন কি না তারপর ট্রেন ছাড়া যায়। এর অন্যথা হলেই বিপদ। ২০১৯ সালে একবার দরজায় হাত আটকে থাকা অবস্থাতেই চলতে শুরু করেছিল মেট্রো, শেষ অবধি চালক বুঝতে পেরে ব্রেক মারলে টানেলে পরে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান ওই ব্যক্তি। তাই যাত্রীদের সুরক্ষার কথা ভেবেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সঙ্গে থাকুন ➥