পার্থ সারথি মান্না, কলকাতাঃ কালকের দিন পেরোলেই রবিবার আর রবিবার মানেই ছুটির দিন একটু ঘুরুঘুরু মন। এদিকে যে হারে গরম পড়েছে তাতে খুব একটা দূরে কোথাও যেতেও ইচ্ছা করবে না। তবে চিন্তা নেই, এবার আপনাদর জন্য কলকাতার মাঝেই এসে হাজির হল সুন্দরবন। চাইলেই ঘুরতে যেতে পারেন, এর জন্য আলাদা করে কোনো খরচও লাগবে না। ভাবছেন তাও আবার কি করে সম্ভব? তাহলে আজকের প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।
কলকাতার মাঝেই হাজির সুন্দরবন
আসলে আজ থেকে অর্থাৎ ২৮ শে মার্চ কলকাতায় চালু হয়েছে সুন্দরবন ট্রাম। ভাবছেন সেটা আবার কি? আসলে সুন্দরবনের নানা দৃশ্যের মত করে সাজানো হয়েছে ট্রামটিকে। যেটা কলকাতার রাস্তায় ঘুরবে, চাইলেই উঠে পড়াও যাবে। এর জন্য আলাদা করে কোনো টাকাও খরচ করতে হবে না।
যেমনটা জানা যাচ্ছে, পর্যটনের বার্তা প্রচারের জন্য ২৮ থেকে ৩১ শে মার্চ অবধি এই বিশেষ আয়োজন করা হয়েছে। এক্ষেত্রে বলে রাখা ভালো, শুধুমাত্র একটি ট্রামকেই সাজানো হয়েছে। বাকি ট্রাম আগের মতই রয়েছে আর তাতে উঠলে ভাড়াও গুনতে হবে।
কোন রুটে চলছে সুন্দরবন ট্রাম?
আপাতত, গড়িয়াহাট থেকে এসপ্ল্যানেড-শ্যামবাজার রুটে এই ট্রাম চালু করা হয়েছে। যার মধ্যে সুন্দরবনের লোককথা, সেখানকার মানুষের দৈনন্দিন জীবনযাত্রার ছবি তুলে ধরা হয়েছে। স্পেশাল এই ট্রামযাত্রাকে ঘিরে আরও কিছু আয়োজনও করা হয়েছে। বিদেশ থেকেও অনেক ট্রামপ্রেমীরা আসবেন এই ট্রামযাত্রা দেখার জন্য। অস্ট্রেলিয়া থেকে প্রতিনিধি দল, মেলবোর্ন থেকে আসছে ট্রাম কন্ডাক্টর।
ইতিমধ্যেই নোনাপুকুর ট্রাম ডিপোতে ট্রামটিকে সাজিয়ে রাখা হয়েছে। যেটা সুন্দরবনের পর্যটন শিল্পের বার্তা দেওয়ার পাশাপাশি সবুজ রক্ষা ও ম্যানগ্রোভ রাখার বার্তাও বহন করবে। একইসাথে সুন্দরবনের জলবায়ুর উপর থাকা সংকটের বিভিন্ন দিকও তুলে ধরা হবে। এরপর ৩১ শে মার্চ সবশেষে ICCR রবীন্দ্রনাথ ঠাকুর সত্যজিৎ রায় অডিটোরিয়ামে সেমিনারের আয়োজন করা হয়েছে।
আরও পড়ুনঃ শুধুই নয় জগন্নাথ ধাম মন্দির, এবার আরও দুটি স্থাপত্য তৈরি হচ্ছে দিঘায়
প্রসঙ্গত, কলকাতার ট্রাম কিছুদিন আগে নিজেও অস্তিত্ব সংকটের মধ্যে পড়ে গিয়েছিল। এমনকি এখনও একাধিক রুটের ট্রাম পরিষেবা বন্ধ রয়েছে। তবে ট্রামপ্রেমীরা সর্বোতভাবে ঐতিহ্যবাহী এই যাতায়াতের মাধ্যমকে বাঁচিয়ে রাখতে চাইছেন। তাই এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকেই।