Supreme Court grants 3 months time to West Bengal Government in OBC Certificate Case
Partha Sarathi Manna
Partha Sarathi Manna

Published:

রাজ্যের হাতে এল আরও তিন মাস! OBC সার্টিফিকেট মামলায় বড় সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট

পার্থ সারথি মান্না, কলকাতাঃ ওবিসি সার্টিফিকেট (OBC Certificate) দেওয়ার ক্ষেত্রে মানা হয়নি নিয়ম এই অভিযোগের ভিত্তিতে গত বছর এক ধাক্কায় বাতিল হয়ে যায় ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেট। ২২ শে মে কলকাতা হাইকোর্টের রায় ঘোষণার পর রীতিমতো বাজ পড়েছিল ২০১০ সালের পরে ওবিসি সার্টিফিকেট হাতে পাওয়া সকলেরই মাথায়। যদিও এই নির্দেশ মানতে রাজি নয় রাজ্য সরকার, তাই সোজা হাইকোর্টের দ্বারস্থ হয়ে ছিল কলকাতা হাইকোর্টের রায় কে চ্যালেঞ্জ করে। তবে এবার ওবিসি সার্টিফিকেট মামলায় এলো নয়া মোড়।

ওবিসি সার্টিফিকেট মামলায় নতুন আপডেট

আজ অর্থাৎ মঙ্গলবার রাজ্যের তরফ থেকে ওবিসি সার্টিফিকেট এর বৈধতা যাচাই করার জন্য নতুন করে সমীক্ষার কথা বলা হয়। একই সাথে সুপ্রিম কোর্টের তরফ থেকে এই সমীক্ষা শেষ করার জন্য তিন মাসের সময় যাওয়া হয়। তারপর বিচারপতি বি আর গবই রাজ্য নতুন করে সমীক্ষা করলে কারোর আপত্তি আছে কিনা জানতে চান। উত্তরে রাজ্যের আইনজীবী বলেন অন্য পক্ষের আপত্তি থাকার কথাই নয় কারণ অন্য পক্ষের তরফ থেকেও ওবিসি শংসাপত্র সংক্রান্ত বিষয়ে নতুন করে সমীক্ষা করার জন্য আবেদন করা হয়েছিল।

তিন মাস পিছিয়ে গেল শুনানি

আইনজীবী তরফ থেকে এই কথা শোনার পর রাজ্যের চাওয়া তিন মাসের সময় মঞ্জুর করেন বিচারপতি। হঠাৎ এই মামলার পরবর্তী শুনানি হবে জুলাই মাসে। তার আগে রাজ্যের তরফ থেকে সমীক্ষা করা হবে। যদিও রাজ্যের আগামী পদক্ষেপ কিন্তু এই মামলার ভবিষ্যৎ কি হচ্ছে তার ওপরই নির্ভর করবে।

আরও পড়ুনঃ ব্যারাকপুর, বারাসাত মেট্রো প্রকল্পে জমি জট! সংসদে তথ্য পেশ রেলমন্ত্রীর

প্রসঙ্গত, ২০১০ সালের পর থেকে তৈরি হওয়া ওবিসি সার্টিফিকেট এর ক্ষেত্রে নিয়ম মানা হয়নি বলে অভিযোগ ওঠে। এই মামলার শুনানিতেই কলকাতা হাইকোর্টের তরফ থেকে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চের থেকে রায় ঘোষণা করা হয়। যার ফল স্বরূপ ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে যায়। সার্টিফিকেট বাতিল হয়ে যাওয়ার যিনি যে সমস্ত প্রার্থীরা এই সার্টিফিকেটের ভিত্তিতে চাকরি পেয়েছিলেন তারা যেমন চিন্তায় পড়ে গিয়েছেন তেমনি রাজ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়াও একপ্রকার স্থগিত হয়ে গিয়েছে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].