পার্থ সারথি মান্না, কলকাতাঃ দেখতে দেখতে আড়াই বছর কেটে গিয়েছে তবুও রাজ্য সরকারের সাথে কর্মীদের মহার্ঘ ভাতা বা DA এর লড়াই চলেই আসছে। বহু আগেই কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে পৌঁছেছে মামলা তবে শুনানির তারিখ প্রতিবারই পিছিয়ে যায়, এপর্যন্ত মোট ১৪ বার নয়া তারিখ দেওয়া হয়েছে ডিএ মামলায়। শেষবার ৭ই জানুয়ারি মামলার শুনানি হওয়ার কথা থাকলেও হয়নি, যার ফলে আশাহত হয়েছিলেন সকলেই। তবে এবার খুশির খবর আসতে পারে, কারণ প্রকাশ্যে এসেছে মামলার কজ লিস্ট।
অন্য বেঞ্চে উঠল DA মামলা
সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে সমস্ত মামলা সম্পর্কিত তথ্য তোলা হয়। সম্প্রতি সেখানে আগামী ২৫শে মার্চ ডিএ মামলাটিকে তালিকায় আনা হয়েছে। হিসেব মত, ঐদিন ১৬ নং কোর্ট রুমে উঠবে মামলাটি, যার ক্রমিক নং ৪৪। বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি মনোজ মিশ্র এই মামলা শুনবেন বলে জানা যাচ্ছে। অর্থাৎ নতুন বেঁচে স্থানান্তরিত হয়েছে মামলাটি। এর আগে বিচারপতি হৃষিকেশ রায় ও বিচারপতি এসএনভাট্টির বেঞ্চে ছিল মামলাটি। তবে কিছুদিন আগেই হৃষিকেশ রায় অবসর নিয়েছেন তাই মামলা স্থানান্তর হয়েছে।
আশায় বুক বাঁধছেন সরকারি কর্মীরা
দীর্ঘদিন ধরে DA মামলা চললেও এবার বেশ কিছুটা আশাবাদী কর্মীরা। কারণ কর্মীদের একাংশের মতে, এবার হয়তো মামলার ফলাফল ঘোষণা করতে পারেন বিচারপতি। তাছাড়া একদিকে যেমন নতুন বেঞ্চে মামলা উঠেছে তেমনি অ্যাডভান্স লিস্টে রয়েছে মামলাটি। তাই বিচারপতিরা যদি মামলা শোনেন তাহলেই দ্রুত নিস্পত্তি হবে।
আরও পড়ুনঃ হাওড়া স্টেশনে ভিড় কমাতে রেলের নতুন উদ্যোগ, আর হবে না ঠেলাঠেলি!
প্রসঙ্গত, রাজ্য সরকারের কর্মীদের কেন্দ্রের হরে বকেয়া মহার্ঘ ভাতা দিতে হেব এই দাবিতেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল রাজ্য সরকারি কর্মী সংগঠনের তরফ থেকে। ২০ই মে ২০২২ সালে কোর্টের তরফ থেকে রাজ্যকে কর্মীদের ৩১% হারে ডিএ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। যদিও সেই রায় মানেনি রাজ্য, বরং হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে মামলা। এরপর থেকেই ঝুলে রয়েছে গোটা বিষয়টা। শেষবার ১ লা ডিসেম্বর ২০২৪ সালে এই মামলার শুনানি হয়েছিল।